ব্রিকলেন ডেস্ক:
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলি। শনিবার (৬ মে) বিকেলে লন্ডনের ক্ল্যারিজ হোটেলে যুক্তরাজ্য সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলি এ সৌজন্য সাক্ষাৎ করেন।
জেমস ক্লেভারলির সঙ্গে সৌজন্য সাক্ষাতে প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা ও সংসদ সদস্য সালমান এফ রহমান, বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিমসহ অন্যান্যরা।
ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের অভিষেক অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য লন্ডন সফর করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরই অংশ হিসেবে শুক্রবার তিনি বাকিংহাম প্যালেসে নতুন রাজার রাজ্যাভিষেকের আগাম সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন। এদিন কমনওয়েলথ নেতাদের সঙ্গে একটি অনুষ্ঠানেও যোগ দেন শেখ হাসিনা। এরপর শনিবার ওয়েস্টমিনস্টারে প্রিন্স চার্লসের রাজ্যাভিষেক অনুষ্ঠানে অংশ নেন।