ইউকে বিআরইউ মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন যুক্তরাজ্যে কর্মরত ৪   সাংবাদিক

Share on facebook
Share on twitter
Share on linkedin

ব্রিকলেন নিউজঃ 

ব্রিটেনের হাউজ অব পার্লামেন্টের কনফারেন্স রুম সি-তে অনাড়ম্ভর একটি অনুষ্ঠানের মাধ্যমে সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য যুক্তরাজ্যে কর্মরত ৪ জন সাংবাদিক ইউকে বিআরইউ মিডিয়া অ্যাওয়ার্ড ২০২০/২০২১ এ ভূষিত হলেন।

অনুষ্ঠানের হোস্ট ও চীফ গেস্ট ব্রিটিশ বাঙালি এমপি রোশনারা আলীর সার্বিক তত্ত্বাবধানে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে ইউকে বিআরইউ মিডিয়া অ্যাওয়ার্ড ২০২১ প্রাপ্ত সাংবাদিক হলেন সত্যবাণী ডটকমের ব্যবস্থাপনা সম্পাদক সৈয়দা ফেরদৌসি পাশা কলি ও বাংলা মিরর পত্রিকার বিশেষ প্রতিনিধি মুহাম্মদ শাহেদ রাহমান।
ইউকে বিআরইউ মিডিয়া অ্যাওয়ার্ড ২০২০ প্রাপ্ত সাংবাদিক হলেন দৈনিক উত্তর পূর্বের যুক্তরাজ্য প্রতিনিধি প্রবীন সাংবাদিক মতিয়ার চৌধুরী এবং পত্রিকার কন্টিভিউটর প্রবীন সাংবাদিক হামিদ মোহাম্মদ।

বুধবার (৭ সেপ্টেম্বর ২০২২) বিকেলে হাউজ অব পার্লামেন্টের কনফারেন্স রুম সি-তে
ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির প্রেসিডেন্ট, ডেইলী স্টারের যুক্তরাজ্য প্রতিনিধি আনসার আহমদ উল্লাহর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন – ইংল্যান্ডে বাংলাদেশ হাইকমিশনের মিনিস্টার ( প্রেস) আশিকুন নবী চৌধুরী।

সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সেক্রেটারি ও বাংলা সংলাপ পত্রিকার সিনিয়র রিপোর্টার মুহাম্মদ সাজিদুর রহমান।

অনুষ্ঠানে অ্যাওয়ার্ড প্রাপ্ত সাংবাদিকগণের জীবনকর্ম পাঠ করেন – রিপোর্টার্স ইউনিটির মিডিয়া এন্ড আইটি সেক্রেটারী
স্বদেশ বিদেশ পত্রিকার প্রতিনিধি শাহ রুমি হক।

যুক্তরাজ্যে বসবাসরত বৃটিশ-বাঙালি বাংলা ভাষাভাষী সাংবাদিকরা দীর্ঘদিন যারা বস্তুনিষ্ঠ সংবাদ প্রেরণ করে কমিউনিটি ও রাষ্ট্রের জন্য সাংবাদিকতার মাধ্যমে অসামান্য অবদান রাখছেন সেই সকল গুণী মেধাবী সৎ সাংবাদিকের ইউকে বিআরইউ মিডিয়া অ্যাওয়ার্ড ২০২০/২০২১ ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে প্রদান করা হচ্ছে। সাংবাদিকের সম্মান ও কাজের স্বীকৃতি জানানোর জন্য
এই অ্যাওয়ার্ডের প্রবর্তন করা হয়েছে বলে জানান – ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির প্রেসিডেন্ট সাংবাদিক আনসার আহমদ উল্লাহ।

ইউকে বিআর ইউ মিডিয়া অ্যাওয়ার্ড ২০২১ প্রাপ্ত বাংলা মিরর পত্রিকার বিশেষ প্রতিনিধি মুহাম্মদ শাহেদ রাহমান সংক্ষিপ্ত বক্তব্যে অভিমত প্রকাশ করে বলেন- বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় বিশেষ অবদানে এই অ্যাওয়ার্ড প্রাপ্তি আমার জন্য আন্দদায়ক। অ্যাওয়ার্ড প্রদানকারীদেরকে হৃদয়ের গহীন থেকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানের হোস্ট রোশনারা আলী এমপি কে।
এই আনন্দময় সময়ে আমার এ্যাওয়ার্ডটি উৎস করতে চাই চাই আমার কন্যা ও আমার স্ত্রী কে।
এ অ্যাওয়ার্ড প্রাপ্তিতে আমার দায়িত্ব বেড়ে গেল একথা বলবো না। বস্তনিষ্ঠ সংবাদ প্রেরণে দায়িত্ব আমার পূর্বের মতো চলমান থাকবে, সৎ নিষ্ঠার সাথে সাংবাদিকতায় আছি, থাকবো। আমি সমাজ ও রাষ্ট্রের কল্যাণে কাজ করে যাবো।

ইউকে বিআর ইউ মিডিয়া অ্যাওয়ার্ড ২০২০ প্রাপ্ত প্রবীন সাংবাদিক মতিয়ার চৌধুরী বলেন – আমারা জীবনে সাংবাদিকতা স্কুল জীবন থেকে শুরু করেছিলাম, এ পেশায় আজ দীর্ঘদিন পারি দিয়ে এখন জীবনের শেষ অধ্যায়ে। আমি আমার জীবনে অনেক সম্মাননা পেয়েছি। এই অ্যাওয়ার্ড আমার জীবনে স্মরণীয় হয়ে থাকবে। ধন্যবাদ ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির অ্যাওয়ার্ড জুড়ি বোর্ড কে আমাকে মনোনিত করার জন্য।

ইউকে বিআর ইউ মিডিয়া অ্যাওয়ার্ড ২০২০ প্রাপ্ত প্রবীন সাংবাদিক হামিদ মোহাম্মদ রিপোর্টার্স ইউনিটির অ্যাওয়ার্ড জুড়িবোর্ড কে ধন্যবাদ জানিয়ে বলেন – এই অ্যাওয়ার্ড শেষ বয়সে এসে আমি কাজের স্বীকৃতি সম্মাননা পেলাম এটি আমার জন্য আনন্দের। এরকম এ্যাওয়ার্ড প্রবীণদের না দিয়ে তরুণ সাংবাদিকদের কাজের স্বীকৃতি স্বরুপ প্রদান করলে তরুণরা দ্বিগুণ প্রেরণা পাবে।

ইউকে বিআর ইউ মিডিয়া অ্যাওয়ার্ড ২০২১ প্রাপ্ত নারী সাংবাদিক সৈয়দা ফেরদৌসি পাশা কলি বলেন – এই অ্যাওয়ার্ড অবশ্যই সম্মানের। নারীদের সাংবাদিকতা কত যে ঝাঁকিপূর্ণ তা আমার মত এ পেশায় যারা কাজ করেন বা করেছেন তারা জানান। আর পেশাগত জীবনে সঠিকভাবে সঠিক পথে কাজ করার প্রেরণা আমি পেয়েছি আমার পরিবার থেকে।

প্রধান অতিথির বক্তব্যে রোশনারা আলী এমপি যুক্তরাজ্যে ব্রিটিশ বাংলাদেশী ৪ জন গুণী সাংবাদিকের এই ইউকে বিআরইউ মিডিয়া অ্যাওয়ার্ড প্রাপ্ততে শুভেচ্ছা জানিয়ে বিলেতে বাংলা ভাষাভাষীদের সাংবাদিকতায় সোনালী অধ্যায়ের কথা তুলে ধরেন।

তিনি আরো বলেন —বিলেতে বাংলা সংবাদ পত্র শতবছর পারি দিয়েছে, এটি আমাদের অহংকারের জায়গা।
তিনি তাঁর বাবা যে, লন্ডনে একসময় বাংলা পত্রিকা সংগ্রহ করে ঘরে নিয়ে পড়তেন, তিনি দেখেছেন, সেই স্মৃতি টুকু তুলে ধরেন।
বিলেতে সাংবাদিকতায় শতবছর পারি দিয়েছে, আরো হাজার পারি দেবে সুনামের সাথে এই প্রত্যাশা করেন।
তিনি বলেন বিলেতে বাঙালি বাংলাদেশীদের সমৃদ্ধ ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি রয়েছে তা সঠিক ভাবে সংবাদমাধ্যমে তুলে ধরার আহবান জানান।

ইউকে বিআরইউ মিডিয়া অ্যাওয়ার্ড প্রাপ্তদের শুভেচ্ছা জানিয়ে বিশেষ অতিথির বক্তব্যে আশিকুন নবী চৌধুরী বলেন –
অবজেকটিভ জার্নালিজম প্রমোট করার জন্য আরো অনেকগুলো পদক্ষেপ গ্রহণ করা উচিত। তাছাড়া অ্যাওয়ার্ড প্রদানের পাশাপাশি কর্মরত সাংবাদিকদের জন্য ওয়ার্কশপ , ট্রেনিং ও সেমিনারের ব্যবস্থা গ্রহণের প্রতি তাগিদ দেন। কারণ সাংবাদিকতার অভিজ্ঞতা অর্জনে ওয়ার্কশপ বা ট্রেনিং এর কোন বিকল্প নেই। পাশাপাশি মেইনস্ট্রিম জার্নালিজমের সাথে বিভিন্নভাবে যোগ স্থাপন করার আহবান জানান তিনি।

অনুষ্ঠানের হোস্ট ও প্রধান অতিথি রোশনারা আলী এমপি কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান – রিপোর্টার্স ইউনিটির ট্রেজারার , বাংলানিউজ ইউএস ডটকমের যুক্তরাজ্য প্রতিনিধি মুহাম্মদ সালেহ আহমদ, এসিসটেন্ট সেক্রেটারী, এটিএন বাংলার ম্যানচেস্টার প্রতিনিধি আমিনুল হক ওয়েছ ও বিশ্ববাংলা নিউজের চেয়ার- সাহিদা আর রহমান।

বিশেষ অতিথি ইংল্যান্ডে বাংলাদেশ হাইকমিশনের মিনিস্টার ( প্রেস) আশিকুন নবী চৌধুরীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান – জে টাইমস টিভির বিশেষ প্রতিনিধি ব্যারিস্টার ইকবাল হোসেন ও বাংলা সংলাপের ম্যানেজিং ডিরেক্টর আনসার মিয়া।

অনুষ্ঠানে প্রধান অতিথি রোশনারা আলী এমপিকে রিপোর্টার্স ইউনিটির লগো সম্মিলিত স্মারক উপহার  প্রদান করেন শাহ মোস্তাফিজুর রহমান বেলাল ও জামাল খান।
এবং রোশনারা আলী এমপিকে অনারারী মেম্বারশিপ কার্ড প্রদান করেন – রিপোর্টার্স ইউনিটির সহসভাপতি এটিএম মনিরুজ্জামান।

বিশেষ অতিথি আশিকুন নবী চৌধুরীকে রিপোর্টার্স ইউনিটির লগো সম্মিলিত স্মারক (মগ) উপহার  প্রদান করেন সেলিনা আক্তার জোছনা ও আলমগীর হোসেন।

Share on facebook
Share on twitter
Share on linkedin

আরো পড়ুন

সর্বশেষ খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০