সিলেটের ওসমানী নগরে যুক্তরাজ্য প্রবাসী রফিকুল ইসলাম এবং তার ছেলে মাইকেল ইসলামের মৃত্যুর রহস্য উদ্ঘাটন ও পরিবারের অন্য সদস্যদের উপর ঘটে যাওয়া ঘটনার বিচারের দাবিতে লন্ডনে সংবাদ সম্মেলন করেছে প্রবাসী কল্যান পরিষদ ইউকে। গত সোমবার লন্ডন-বাংলা প্রেসক্লাবের অফিসে এ সংবাদ সম্মেলন অনুষ্টিত হয়। সংবাদ সম্মেলনে প্রবাসীদের জান-মালের নিরাপত্তা দাবীর পাশাপাশি সিলেটের ওসমানীনগরে রফিকুল ইসলামকে বিষ প্রয়োগে হত্যার অভিযোগ করা হয় বাংলাদেশ প্রবাসী কল্যান পরিষদের পক্ষ থেকে। সম্মেলনে রফিকুল ইসলাম ও তার পরিবারের উপর ঘটে যাওয়া ঘটনার বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় প্রবাসীদের কল্যাণের জন্য ঘটিত এ সংগঠন। একই সাথে কয়েকটি দাবী তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা বলেন,প্রবাসী বাংলাদেশিদের চাকুরী আয় রোজগারের মূল লক্ষ্যই থাকে দেশে পরিবার পরিজন আত্মীয় স্বজনের সুখ ও জীবন চলার পথকে সুগম রাখায় সহযোগিতা করা। এবং সামগ্রিকভাবে দেশের ব্যবসায় বাণিজ্য, শিল্প, কৃষি ও শিক্ষাখাতের উন্নয়নে ভূমিকা রাখা। এমনকি বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে প্রবাসীদের বিশেষ করে যুক্তরাজ্য প্রবাসীদের ভূমিকা ইতিহাসে স্বর্ণাক্ষরে লিখা রয়েছে। অথচ দুঃখজনক ভাবে হলেও সত্য যে প্রবাসীরা আজ নানাভাবে নিজ মাতৃভূমিতে অত্যাচারিত, নিগৃহীত ও অবহেলিত। এয়ারপোর্ট থেকে নিয়ে নিজ আত্মীয় স্বজনদের মাঝে নিপীড়িত। এই নিরাপত্তাহীনতার মূল কারণ রাষ্ট্রীয়ভাবে দেশের উন্নয়নের এই চালিকাশক্তি রেমিটেন্স যোদ্ধাদের নিরাপত্তায় কোন আইন না থাকা ,বিচার ব্যবস্থার দীর্ঘায়ন ও সামাজিক, নৈতিক মূল্যবোধের অবক্ষয়।
যুক্তরাজ্য প্রবাসীর পরিবারের মৃত্য রহস্য উদঘাটন ও বিচারের দাবী –
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on facebook
Share on twitter
Share on linkedin