, ,

লন্ডনে দুইদিন ব্যাপী দশম বাংলাদেশ বইমেলা ২০২২

Posted by

ব্রিকলেন নিউজঃ 

আগামী  ৪ সেপ্টেম্বর ও ৫ সেপ্টেম্বর  ২০২২ রোজ রবিবার ও সোমবার,  লন্ডনের মাইল এন্ড এর আর্ট প্যাভিলিয়নে অনুষ্ঠিত  হতে যাচ্ছে দশম বাংলাদেশ বইমেলা। সম্মিলিত  সাহিত্য পরিষদের আয়োজনে,   বাংলাদেশের সংস্কৃতি মন্ত্রণালয়,  বাংলা একাডেমি ও জাতীয় গ্রন্থকেন্দ্র সহ নানা প্রকাশনা সংস্থা এই মেলায় অংশ  গ্রহণ করবে।

পাঠক, লেখক,  প্রকাশক ও সাহিত্য সংস্কৃতি কর্মীদের মিলন উৎসব হিসাবেই ধারাবাহিক ভাবে এই মেলার আয়োজন হয়ে থাকে।  চলতি বছর ও এর ব্যাতিক্রম হবে না বলে প্রত্যাশা আয়োজন  সম্মিলিত সাহিত্য ও সংস্কৃতি পরিষদের ।

শুধু লন্ডন নয়, পুরো যুক্তরাজ্য থেকেই সাহিত্য প্রেমী  ও সাধারণ মানুষ ও এই মেলায় অংশ নিয়ে থাকেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *