প্রেস বিজ্ঞপ্তিঃ
শুক্রবার স্বনামধন্য চ্যারিটি সংস্থা আপাসেন-এর আয়োজনে পূর্ব লন্ডনের মাইল এন্ড স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় ডিসেবিলিটি স্পোর্টস ডে। বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের শারিরিক ও মানসিক বিকাশের বিষয়টিকে বিবেচনায় রেখে ডিসেবিলিটি নেটওয়ার্কের অংশ হিসেবে আপাসেন প্রতিবছর এ ধরনের আয়োজন করে আসছে। টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই স্পোর্টস ডে’তে আপাসেন ছাড়াও বেশ কয়েকটি সংগঠন অংশ নেয়। বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে আয়োজিত এই স্পোর্টস ডে-তে উপস্থিত ছিলেন বিপুল সংখ্যক লার্নার এবং তাদের কেয়ারার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আপাসেন-এর এসোসিয়েট ডাইরেক্টর শোয়েব আহমেদ এবং ডে কেয়ার সার্ভিস প্রধান হাবিবুর রহমান কবির। এ সময় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন করেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার কাউন্সিলর শাফি আহমেদ। স্পিকার ছাড়াও উপস্থিত ছিলেন আপসেন ও আপাসেন ইন্টারন্যাশনালের ট্রাস্টি সুরাইয়া খাতুন, হেলাল রহমান এবং প্রতিষ্ঠানটির কর্মকর্তাগণ।