ব্রিকলেন নিউজঃ
সাবেক রাষ্ট্রদূত মহিউদ্দিন আহমদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।সোমবার (২০ জুন) আসরের নামাজের পর তিনি মারা যান বলে জানা গেছে।
মুক্তিযুদ্ধকালে লন্ডনে পাকিস্তান হাই কমিশনে কূটনীতিক হিসেবে কর্মরত ছিলেন মহিউদ্দিন। সে সময় তিনি পাকিস্তানের পক্ষ ত্যাগ করেন।
১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ শুধু দেশের মাটিতেই হয়নি, বিদেশের মাটিতেও হয়েছিল। আমাদের দেশের অনেক সাহসী কূটনীতিক নিশ্চিন্ত জীবনের পরোয়া না করে, চাকরির মায়া ত্যাগ করে, অনিশ্চিত ভবিষ্যতের চোখরাঙানিকে পাত্তা না দিয়ে বিদেশের মাটিতে বাংলাদেশের স্বাধীনতার জন্য অন্য লড়াইয়ে নেমেছিলেন তিনি।
উল্লেখ্য, একাত্তরে ইউরোপের পাকিস্তান দূতাবাসগুলোতে কর্মরত বাঙালি কূটনীতিবিদদের মধ্যে তিনি প্রথম বাঙালি কূটনীতিবিদ, লন্ডনের পাকিস্তান হাইকমিশনের সেকেন্ড সেক্রেটারির পদ ছেড়ে দিয়ে বিচারপতি আবু সাঈদ চৌধুরীর নেতৃত্বে যুক্তরাজ্যে মুক্তিযুদ্ধের পক্ষে সার্বক্ষণিক ভিত্তিতে কাজ করেছেন।
১ লা আগস্ট ১৯৭১। স্বাধীন বাংলাদেশের সমর্থনে লন্ডন ট্রাফালগার স্কোয়ারে সেই ঐতিহাসিক মহাসমাবেশ। আয়োজক সংগঠন একশন বাংলাদেশ। জনাকীর্ণ সমাবেশে পাকিস্তান হাই কমিশনের চাকুরির প্রকাশ্য ইস্তফা দিলেন তিনি। বাংলাদেশের প্রতি আনুগত্যের ঘোষণা দিয়ে আন্দোলনে নতুন মাত্রা দিয়েছিলেন মহিউদ্দিন আহমদ।
মুক্তিযুদ্ধ শুরু হওয়ার পর থেকেই তিনি তৈরি ছিলেন। প্রবাসে মুজিবনগর সরকারের মুখপাত্র বিচারপতি আবু সাঈদ চৌধুরী’র পরামর্শ অনুযায়ী ওই দিনটি তারা বেছে নিয়েছিলেন। ব্রিটিশ গণমাধ্যমে ফলাও করে ছাপা হয়েছিল ইউরোপে প্রথম কোন বাংলাদেশি কূটনীতিবিদের স্বাধীন বাংলাদেশের প্রতি সমর্থনের খবর।