ব্রিকলেন নিউজঃ
সেবা, সংহতি ও সম্প্রতি’র লক্ষ্যে প্রতিষ্ঠিত বাংলাদেশ হিন্দু এসোসিয়েশ্ন ইউকের ২০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে।
গত ২৯শে মে ২০২২, বার্মিংহামের আস্টনে ভিউভিলা হলে, প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রীতি ভোজ অনুষ্ঠিত হয়।
যুক্তরাজ্যের বিভিন্ন এলাকা – ব্রাডফোর্ড, কভেন্ট্রি, লাকবরাহ্, শেফিল্ড , লিডস্, লন্ডন, ওল্ডহাম, ম্যানচেস্টার, হাল, পর্টসমাউত, অক্সফোর্ড , ওয়ারউইক, নিউকাসেল্ ও লিভারপুল থেকে সদস্যবৃন্দ আনন্দঘন এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ হাইকমিশন বার্মিংহামের পলিটিক্যাল কাউন্সিলর স্বর্ণালী চন্দ, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, এন্থিয়া মেকিনটায়ার সিবিই। 

পবিত্র গীতা পাঠ ও বাংলাদেশের জাতীয়সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। উপস্থিত সুধীবৃন্দের উদ্দেশ্যে স্বাগত বক্তব্য রাখেন ডেপুটি জেনারেল সেক্রেটারি অলক চন্দ। বি এইচ এ ইউকের আদর্শ ও উদ্দেশ্য নিয়ে বক্তব্যে জেনারেল সেক্রেটারি সুজিত চৌধুরী বলেন যে সেবা, সংহতি ও সম্প্রীতিই সংগঠনের মূল লক্ষ্য।
২০ বর্ষপূর্তি অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ গুনীজনকে চার ক্যাটাগরিতে ক্রেস্ট উপহার দিয়ে সন্মাননা প্রদান করা হয়।
ইয়ুথ চ্যাম্পিয়ন হিসাবে, রীনা রায় ও অমিত দেব।
কমিউনিটি চ্যাম্পিয়ন হিসাবে, গৌরাপদ দেব, হরিপদ শুক্লবৈদ্য, অলক চন্দ, অমর বৈদ্য, সুচিত্রা গোস্বামী ও পঙ্কজ ভট্টাচার্য।
সমাজ সেবায়, হিমাংশু গোস্বামী, অমলেন্দু শেখর পোদ্দার, তারকা রঞ্জন চন্দ, মুকুল চন্দ্র রায়, শ্রীপদ রঞ্জন দেব, সন্ধ্যা রায়, প্রতাপ চন্দ্র রায়, শুভেন্দু কুমার দাশ, হারাধন ভৌমিক।
বিশেষ সন্মাননা, অনুকূল দেব ও কৃষ্ণ শীল
অসাধারণ কৃতিত্ব, ডাঃ দেবাশিস কর ও ডঃ কানন পুরকায়স্হ কে সম্মাননা প্রদান করা হয়।
অনন্যা চৌধুরী ও কৃষ্ণ শীলের প্রাণবন্ত উপস্হাপনায় নাচ, গান ও আবৃত্তিতে অংশগ্রহণ করেন ছোটবড় তিন প্রজন্মের শিল্পীরা । জুনিয়র গ্রুপে ছিল রীতী দাম, প্রিয়ম পুরকায়স্থ, টিনা দে, লিওনা চক্রবর্তী, শুভাঙ্গী দাম, রূপ পাল, আরণ সরকার, সয়ম দাম, তনুশ্রী শীল, বিরজা দে, রাজন্যা দে, শ্রেয়শী দাস, অদিতি সরকার, প্রিয়াঙ্কা দেব, অনন্যা চৌধুরী ও কৃষ্ণ শীল। সিনিয়রদের মধ্যে সঙ্গীত পরিবেশন করেন জয়িতা চৌধুরী, অমিত চন্দ, মহামায়া শীল ও অমিত দে।
সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন বি এইচ এ’র ডেপুটি সাংস্কৃতিক সম্পাদক মহামায়া শীল।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বি এইচ এ’র চেয়ারম্যান প্রশান্ত পুরকায়স্হ বিইএম। সহ সভাপতি রবীন পাল সবাইকে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানান।