ব্রিকলেন নিউজঃ
আগামীকাল রবিবার ২৯শে মে স্কটল্যান্ডের গ্লাসগো ক্লাইড নদীর কূলে নোঙ্গর করা জাহাজে মঞ্চস্থ হচ্ছে নাটক ‘লস্কর আমি’।
স্কটল্যান্ডে বাংলাদেশ অ্যাসোসিয়েশন গ্লাসগো এবং গ্লাসগো জাদুঘর যৌথভাবে স্কটল্যান্ডের উপকূলে বাংলা অঞ্চলের (বিশেষত, শ্রীহট্ট, বর্তমান সিলেট অঞ্চলের) নাবিকদের উত্তরাধিকার অন্বেষণ করার লক্ষ্যে দীর্ঘ এক বছরের গবেষণা, পরিকল্পনা এবং দুই মাস মহড়ার পর গ্লাসগো টল শিপ মিউজিউয়ামে মঞ্চায়ন করছে ‘লস্কর আমি’।
গবেষণা এবং নাটক রচনা করেছেন তারেক আব্দুল্লাহ । নাট্য সৃজনে ভূমিকা রেখেছেন জাকিয়া সুলতানা, শাহরিনা শাহজাহান, সাইফ খান ও ফরিদা ইয়াসমিন। ন্যাশনাল থিয়েটার অব স্কটল্যান্ডের সহযোগিতায় নাট্য পরিকল্পনা ও শৈল্পিক নির্দেশনা দিয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স আর্ট বিভাগের শিক্ষক ডঃ সুদীপ চক্রবর্তী।
