ব্রিকলেন নিউজঃ
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর রাজনৈতিক আদর্শ ও জীবন-কর্ম নিয়ে প্রাতিষ্ঠানিক ভাবে গবেষণা ও আন্তর্জাতিক বিভিন্ন জার্নালে তা প্রকাশ করার লক্ষে প্রতিষ্ঠিত বঙ্গবন্ধু ইন্টারন্যাশনাল রিসার্চ সেন্টার ইউ কে কর্তৃক আয়োজিত প্রথম প্রকাশনার মোড়ক উন্মোচন উপলক্ষে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ২২ মে
ইউনিভার্সিটি অফ গ্রিনউইচ, লন্ডনের থিয়েটার হলে প্রতিষ্ঠানটির পরিচালক ডঃ বি এম রাজ্জাক এর সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাননীয় প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ডঃ গওহর রিজভি। বিশেষ অতিথি হিসেবে ছিলেন যুক্তরাজ্যস্হ বাংলাদেশের মাননীয় হাই কমিশনার সাঈদা মুনা তাসনিম, ভার্চুয়ালী বাংলাদেশ থেকে বিশেষ অতিথি হিসেবে অংশ গ্রহন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ডঃ মোঃ আখতারুজ্জামান; বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডঃ আতিয়ার রহমান; বাংলাদেশ সিকউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ডঃ শিবলী রুবায়েত উল ইসলাম; যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব সুলতান মাহমুদ শরীফ; ডঃ মুহম্মদ আজিজুর রহমান; প্রফেসর মুহম্মদ আবুল কালাম; সহযোগী অধ্যাপক তাসলিম আহমেদ; সহকারী অধ্যাপক আহমেদ ফয়সাল সুমিত ও প্রফেশনালবৃন্দ।
অনুষ্ঠানটির সার্বিক তত্বাবধানে ছিলেন কো-অর্ডিনেটর হাসিব আহমেদ চৌধুরী ।
ডঃ মোহাম্মদ শরিয়ত উল্লাহ, ডঃ বি এম রাজ্জাক, ডঃ রহমান হাসান এবং ডঃ ইমতিয়াজ মোস্তাফিজ যথাক্রমে বঙ্গবন্ধুর রাজনৈতিক আদর্শের উপর ৪টি রিসার্চ প্রজেক্ট উপস্থাপনা করেন।
ডঃ গওহর রিজভি তাঁর বক্তব্যে বঙ্গবন্ধুর রাজনৈতিক আদর্শ নিয়ে গবেষণার তাৎপর্য তুলে ধরেন এবং প্রতিষ্ঠানটির সময় উপযোগী পদক্ষেপের জন্য ভূয়সী প্রশংসা করেন। মাননীয় উপাচার্য ডঃ মোঃ আখতারুজ্জামান তাঁর বক্তব্যে বঙ্গবন্ধুর রাজনৈতিক ও ব্যক্তিক আদর্শ নতুন প্রজন্মের নিকট তুলে ধরার জন্য এই প্রতিষ্ঠানটি দায়িত্বশীল ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেন। মাননীয় হাই কমিশনার সাঈদা মুনা তাসনিম রিসার্চ সেন্টারটিকে আরও কার্যকর করার লক্ষে পৃথিবীর বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক উন্নয়নের পরামর্শ দেন এবং সেই সাথে তাঁর পক্ষ থেকে যে কোনো সহযোগিতার আশ্বাস দেন। ডঃ আতিয়ার রহমান তাঁর বক্তব্যে মুক্তিযুদ্ধের পরবর্তী সময়ে বঙ্গববন্ধুর নেতৃত্বে বাংলাদেশের অর্থনীতি নিয়ে গবেষণার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব প্রদান করেন। ডঃ শিবলী রুবায়াত উল ইসলাম বলেন প্রতিষ্ঠানটি সময়উপযোগী এবং যে কোনো প্রয়োজনে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে থাকবেন। বীর মুক্তিযাদ্ধা জনাব সুলতান মাহমুদ শরীফ বঙ্গবন্ধুর প্রতিটি আন্দোলন সংগ্রাম ও মুক্তিযুদ্ধ নিয়ে গবেষণার উপর জোর দেন এবং সেই সাথে এই প্রতিষ্ঠানের উত্তরোত্তর মঙ্গল কামনা করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব খসরুজ্জামান, মাহতাব উদ্দিন , টি এম জানে আলম , কিটন শিকদার , দেলোয়ার বেগ , ইমাম হোসেন , আহমেদ আরিফ , আসমা আলম, কামাল উদ্দিন , জনাব জামান নাসির , সেলিনা আক্তার সহ আরো অনেকে।
অনুষ্ঠানটি পরিচালনা করেন একেএম ইফতেখারুল ইসলাম ও হাসিব আহমেদ চৌধুরী।
অনুষ্ঠানটি পরিচালনা করেন একেএম ইফতেখারুল ইসলাম ও হাসিব আহমেদ চৌধুরী।