গাফফার চৌধুরীর  মরদেহ নিয়ে দেশে যাবেন তাঁর তিন কন্যা – 

Share on facebook
Share on twitter
Share on linkedin

২২মে রবিবার সন্ধ্যা ৭টায়  ব্রিকলেন মসজিদে মিলাদ মাহফিল 

জুয়েল রাজ:
গতকাল ব্রিকলেন মসজিদে আব্দুল গাফফার চৌধুরীর প্রথম নামাজে জানাজা ও লন্ডনের শহীদ মিনারে সর্বস্তরের  শ্রদ্ধা জানানোর পর, ব্রিকলেন মসজিদের হিমঘরে রাখা হয়েছে  বলে জানিয়েছন যুক্তরাজ্য  আওয়ামী যুবলীগের ভারপ্রাপ্ত  সাধারণ সম্পাদক  জামাল খান। পরিবারের পক্ষ থেকে আগামী কাল বাদ আসর সন্ধ্যা ৭ টায়  ব্রিকলেন মসজিদে মিলাদ  ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  হবে বলে ও জানিয়েছেন তিনি।  ইতিমধ্যে  পরিবারের পক্ষ থেকে নিমন্ত্রণ  দেয়া হয়েছে দোয়া মাহফিলে অংশ নেয়ার জন্য।
পরিবারের সদস্যদের করোনা সার্টিফিকেট  সংগ্রহ, হাসপাতালের ডেথ সার্টিফিকেট  প্রদান সব কিছু  আগামী সোমবার অথবা মঙ্গলবার  সম্পন্ন হবে বলে আশাবাদী  সবাই। এবং পরিকল্পনা  মাফিক সবকিছু সম্পন্ন হলে,  বুধবারে বাংলাদেশ বিমানের  ফ্লাইটে বাংলাদেশের উদ্দেশ্যে  মরদেহ নিয়ে যাওয়া হবে। বৃহস্পতিবার  সকালে বাংলাদেশে গিয়ে পৌঁছাবে।
প্রয়াত গাফফার চৌধুরীর  তিন মেয়ে তনিমা চৌধুরী, চিন্ময়ী  চৌধুরী ও ইন্দ্রানী চৌধুরী  এবং বড় মেয়ের ছেলে,    গাফফার চৌধুরীর মরদেহে নিয়ে দেশে যাবেন বলে জানিয়েছন, যুক্তরাজ্য আওয়ামী লীগের সহ সভাপতি সৈয়দ মুজাম্মিল আলী। গাফফার চৌধুরীর  একমাত্র ছেলে  অনুপম রেজা চৌধুরী শারীরিক  অসুস্থ্যতার কারণে বাংলাদেশে যাচ্ছেন না। বাংলাদেশে মিরপুরে  বুদ্ধিজীবী  কবরস্থানে স্ত্রীর কবরের পাশে চিরনিদ্রায়  শায়িত করা হবে কিংবদন্তী  এই সাংবাদিক কে।
অমর একুশের গানের রচিয়তা আব্দুল গাফফার চৌধুরী।  লন্ডন সময় বৃহস্পতিবার  সকাল ৬.৪০ মিনিটে লন্ডনের বার্ণেট হাসপাতালে  শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।  মৃত্যুকালে তার বয়স হয়েছিল  ৮৮ বছর। দীর্ঘদিন ধরেই নানান অসুস্থ্যতায় ভোগছিলেন তিনি।
সর্বশেষ গত ১৩ এপ্রিল,  হাসপাতালে থাকা অবস্থায় মারা যান তাঁর মেয়ে বিনীতা চৌধুরী। এর পর থেকেই মানসিক ভাবে বিশেষ ভেঙে পড়েছিলেন  গাফফার চৌধুরী।
Share on facebook
Share on twitter
Share on linkedin

আরো পড়ুন

সর্বশেষ খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০