আব্দুল গাফফার চৌধুরীর মৃত্যুতে শোক জানালেন টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র লুৎফুর রহমান

Share on facebook
Share on twitter
Share on linkedin

প্রেস বিজ্ঞপ্তিঃ

খ্যাতনামা সাংবাদিক ও কলামিষ্ট আব্দুল গাফফার চৌধুরীর মৃত্যুতে টাওয়ার হ্যামলেটসের জনগণের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করেছেন নির্বাহী মেয়র লুৎফুর রহমান।
এক শোকবার্তায় তিনি বলেন, “আব্দুল গাফফার চৌধুরীর প্রয়ানে বাংলা ভাষা, সাহিত্য ও সাংবাদিকতার ক্ষেত্রে যে শূণ্যতার সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হবার নয়। বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে ঢাকায় অনেক ছাত্র-জনতার জীবন উৎসর্গের ঐতিহাসিক দিন ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি স্মরণে সেই সময়ে তাঁর লেখা “আমার ভায়ের রক্তে রাঙানো একুশে ফেব্রæয়ারি” গানটি তাঁকে অমর করে রাখবে। তিনি টাওয়ার হ্যামলেটসের কমিউনিটির ভাষা-সাহিত্য-সংস্কৃতির বিকাশেও অবদান রেখেছেন। তাঁর এই অবদানের স্বীকৃতি স্বরূপ ১৯৯৯ সালে তাঁকে বারার সর্বোচ্চ সম্মান “ফ্রিডম অব দ্যা বারা” এওয়ার্ড প্রদান করেছিলো টাওয়ার হ্যামলেটস্ কাউন্সিল।”
তিনি বলেন, “বাংলা ভাষাভাষি মানুষের কাছে পরম শ্রদ্ধেয় এই মহান ব্যক্তিত্বকে টাওয়ার হ্যামলেটসের জনগণও আজ স্মরণ করছে শ্রদ্ধার সাথে।”
নির্বাহী মেয়র লুৎফুর রহমান মরহুমের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তাঁর শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।

Share on facebook
Share on twitter
Share on linkedin

আরো পড়ুন

সর্বশেষ খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০