বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট যুক্তরাজ্য শাখার সাধারণ সভা অনুষ্ঠিত

Share on facebook
Share on twitter
Share on linkedin

 অনলাইন ডেস্ক-

লন্ডনের ক্যাফে গ্রিল রেস্টুরেন্টে গত রবিবার বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট যুক্তরাজ্য শাখার সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি ড. কাজী মোখলেছুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নজরুল ইসলাম অকিবের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় বিপুল সংখ্যক নেতা-কর্মী ও প্রবাসী কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তব্য রাখেন—
বীর মুক্তিযোদ্ধা দেওয়ান গৌছ সুলতান,
কাউন্সিলর আব্দুল আজিজ তকি,
বীর মুক্তিযোদ্ধা ফয়জুর রহমান খান,
মুজিবুল হক মনি, কাউন্সিলর মুজিবুর রহমান জসিম,
সাবেক সাংগঠনিক সম্পাদক মস্তফা কামাল বাবলু,
ড. আনিসুর রহমান, সাংবাদিক আজিজুল আম্বিয়া,
সাংবাদিক কামরুল আই রাসেল,আব্দুর রব,
রোজিয়া বেগম,মাসুম বিল্লাহ,কামরুল হক তোফায়েল,
রাজু দেবনাথ, জরিফ আহমদ প্রমুখ।

বক্তারা বলেন, বঙ্গবন্ধু এবং বাংলাদেশ এক অবিচ্ছেদ্য সত্তা। বঙ্গবন্ধুর বাড়ি ভাঙা বা বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে তাঁর স্মৃতি মুছে ফেলার অপচেষ্টায় কখনোই সফল হওয়া যাবে না। জাতির পিতা হিসেবে বঙ্গবন্ধুর প্রতি বাঙালি জাতির অগাধ শ্রদ্ধা ও চিরঋণ স্বীকার করে তারা বলেন,
“প্রমাণিত হয়েছে— জীবিত বঙ্গবন্ধুর চেয়ে মৃত বঙ্গবন্ধুই আজ আরও শক্তিশালী।”

বক্তারা দেশের ইতিহাস, আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনাকে প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে সংগঠনকে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।

সভা শেষে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও সময়োপযোগী করতে বিভিন্ন সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা করা হয়।

Share on facebook
Share on twitter
Share on linkedin

আরো পড়ুন

সর্বশেষ খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০