টাওয়ার হ্যামলেটসে কাউন্সিলর নির্বাচিত হলেন যারা

Share on facebook
Share on twitter
Share on linkedin

“এস্পায়ার ২৪টি,  লেবার পার্টি ১৯টি, কনজার্ভেটিভ  ১টি,  ও গ্রীন পার্টি ১টি”

বিজয়ী ৪৫ জনের ৩৭ জন বাংলাদেশি বংশোদ্ভূত 

ব্রিকলেন নিউজঃ 

টাওয়ার হ্যামলেটস কাউন্সিলে একক সংখ্যা গরিষ্ঠতা নিয়ে ক্যাবিনেট গঠন করতে যাচ্ছেন  লুৎফুর রহমান। সর্বশেষ ফলাফল অনুযায়ী এস্পায়ার পার্টি পেয়েছে ২৪টি সিট, লেবার পার্টি ১৯টি, কনজাবেটিব ১টি ও গ্রীন পার্টি ১ পেয়েছে।

বেথনালগ্রীন ইস্ট ওয়ার্ড থেকে লেবার পার্টির সিরাজুল ইসলাম, রেবেকা সুলতানা, এস্পায়ার পার্টির আহমদুল কবির, বো ইস্ট থেকে লেবার পার্টির আমিনা আলী, রিসেল ন্যান্সি ব্লাকি, মার্ক ফান্সিস, বো ওয়েস্ট থেকে লেবার পার্টির আসমা বেগম, গ্রীন পার্টির নাথালি সিলভিয়া বিনফাইট, ব্রমলি নর্থ ওয়ার্ড থেকে এস্পায়ার পার্টির মোহাম্মদ সাইফ উদ্দিন খালেদ, আব্দুল মান্নান, ব্রমলি সাউথ ওয়ার্ড থেকে এস্পায়ার পার্টির বদরুল ইসলাম চৌধুরী, লেবার পার্টির শাহবীর হোসেন, ক্যানারি ওয়ার্ফ ওয়ার্ড থেকে এস্পায়ার পার্টির সাইদ আহমদ, মোহাম্মদ মাইয়ুম মিয়া তালুকদার, আইল্যান্ড গার্ডেন থেকে লেবার পার্টির মুফিদাহ বুস্টিন, কনজার্বেটিভ পার্টির পিটার স্টেসি গোল্ডস, লেন্সবারী ওয়ার্ড থেকে এস্পায়ার পার্টির আবুল মনসুর ওহিদ আহমদ, জাহেদ চৌধুরী, ইকবাল হোসেন, লাইম হাউজ ওয়ার্ড থেকে লেবার পার্টির জেমস রবার্ট ভেনেবলস কিং, মাইলএন্ড ওয়ার্ড থেকে লেবার পার্টির লিলু আহমদ, মোহাম্মদ সাইফুর রহমান চৌধুরী, সাবিনা খান, পপলার ওয়ার্ড থেকে এস্পায়ার পার্টির গোলাম কিবরিয়া চৌধুরী, শেডওয়েল ওয়ার্ড থেকে এস্পায়ার পার্টির আনা মিয়া, মোহাম্মদ হারুন মিয়া, স্পিটালফিল্ডস এন্ড বাংলাটাউন ওয়ার্ড থেকে এস্পায়ার পার্টির সালুক আহমদ, কবির হোসেন, সেন্ট ডানস্টন ওয়ার্ড থেকে লেবার পার্টির মাইশা ফাহমিদা বেগম, আয়াস মিয়া, সেন্ট ক্যাথরিনস এন্ড ওয়াপিং ওয়ার্ড থেকে লেবার পার্টির এ্যামি লুইস লি, এম এ উল্লাহ, স্টেপনি গ্রীন ওয়ার্ড থেকে লেবার পার্টির সাবিনা আকতার, এস্পায়ার পার্টি তেকে মোহাম্মদ আব্দুল ওয়াহিদ আলী, উইভার্স ওয়ার্ড থেকে এস্পায়ার পার্টির কবির আহমদ, লেবার পার্টি থেকে আসমা ইসলাম, হোয়াইটচ্যাপেল ওয়ার্ড থেকে ফারুক মাহফুজ আহমদ, এস্পায়ার পার্টি থেকে সাফি উদ্দিন আহমদ, মোহাম্মদ কামরুল হোসেন। উল্লেখ্য, কাউন্সিলের ৪৫টি সিটের ৩৭টিতেই বাংলাদেশী বংশোদ্ভূতরাই বিভিন্ন দল থেকে  বিজয়ী হয়েছেন।

 

Share on facebook
Share on twitter
Share on linkedin

আরো পড়ুন

সর্বশেষ খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১