ব্রিকলেন নিউজঃ
ফিলিস্তিনের গাজা উপত্যকায় পাওয়া গেছে সৌন্দর্য, প্রেম আর যুদ্ধের এক প্রাচীন দেবীর পাথরের মূর্তি। ফিলিস্তিনি প্রত্নতাত্ত্বিকরা বলছেন, আনাত নামের কানানীয় দেবী মূর্তির মাথাটি ৪,৫০০ বছর আগের। অর্থাত্ ব্রোঞ্জ যুগের শেষের দিক এর নির্মাণকাল।গাজা উপত্যকার দক্ষিণ অঞ্চলের খান ইউনিসের এক কৃষক জমি চাষ করতে গিয়ে গুরুত্বপূর্ণ এই প্রত্নতাত্ত্বিক নিদর্শনটি পেয়েছেন। গবেষকরা বলছেন, গাজা উপত্যকা যে সুদূর অতীতে কানানের অন্তর্ভুক্ত ছিল, চুনাপাথরের মূর্তিটির আবিষ্কার তা-ই নতুন করে মনে করিয়ে দিল। টানা কয়েকটি প্রাচীন সভ্যতার আমলে একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য পথের অংশ ছিল এই গাজা উপত্যকা। ৮.৭ ইঞ্চি উচ্চতার মূর্তিটির মাথায় একটি সাপের মুকুট দেখা যায়। সূত্র : বিবিসি