২৮৭ ব্রিটিশ এমপির উপর রাশিয়ার নিষেধাজ্ঞা

Share on facebook
Share on twitter
Share on linkedin

ব্রিকলেন নিউজঃ

ব্রিটিশ পার্লামেন্টের ২৮৭ জন এমপির উপর নিষেধাজ্ঞা জারি করেছে রাশিয়া। এখন থেকে এসব ব্রিটিশ এমপি আর রাশিয়া ভ্রমণ করতে পারবেন না। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক ঘোষণায় এই তথ্য জানিয়েছে। বুধবার (২৭ এপ্রিল) আল জাজিরার লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

রুশ মন্ত্রণালয় বলেছে, ১১ মার্চ রাশিয়ার পার্লামেন্টের নিম্ন কক্ষের ৩৮৬ জন সদস্যের ওপর একই ধরনের বিধিনিষেধের জবাবে যুক্তরাজ্যের হাউস অব কমন্সের সদস্যদের ওপর এই নিষেধাজ্ঞা দেওয়া হলো।

এর আগে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন, ডেপুটি প্রধানমন্ত্রী ডমিনিক রাব, পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস ও প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেসের ওপর নিষেধাজ্ঞা জারি করে রাশিয়া।

রুশ বিরোধী পদক্ষেপ ও রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপে যেসব এমপি বেশি দৌড়ঝাঁপ করেছে রাশিয়া তাদের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর পর আজ পর্যন্ত টানা ৬৩ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধ এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই।

 

Share on facebook
Share on twitter
Share on linkedin

আরো পড়ুন

সর্বশেষ খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০