মেয়র পদে ৭ জন , কাউন্সিলার পদে ২১৯ জন
#সাজাপ্রাপ্ত দুইজন , অন্য বারার ১০ জন প্রতিদ্বন্ধিতা করছেন
#এসপায়ারের মেয়র সহ সবাই বাঙালি
বিশেষ প্রতিবেদনঃ লন্ডনের টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের আসন্ন নির্বাচনে নির্বাহী মেয়র পদে দুইজন স্বতন্ত্র প্রার্থী সহ মোট ৭ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন । আর ২০টি ওয়ার্ডের ৪৫টি কাউন্সিলর পদের বিপরীতে মোট কাউন্সিলর প্রার্থী হয়েছেন ২১৯ জন। মেয়র ও কাউন্সিলার প্রার্থীদের মধ্যে দুজন আদালক কর্তৃক সাজাপ্রাপ্ত এবং ১০ জন অন্য বারার বাসিন্দা রয়েছেন বলে জানা গেছে । আগামী ৫ মে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের এই নির্বাচন অনুষ্ঠিত হবে।
গত ৫ এপ্রিল প্রকাশিত চূড়ান্ত প্রার্থী তালিকা অনুযায়ী মেয়র পদের ৭ জন প্রার্থী হলেন– জন বিগস (লেবার পার্টি), এ্যালিয়েট ওয়েভার্স (কনজারভেটিভ), রাবিনা খান (লিবডেম), লুৎফুর রহমান (এসপায়ার), এন্ড্রু উড (স্বতন্ত্র), পামেলা এ্যান হোমস (স্বতন্ত্র) এবং হোগো পিয়ার (ট্রেড ইউনিয়নিস্ট এন্ড সোশালিস্ট কোয়ালিশন)।
এসব মেয়র প্রার্থীর মধ্যে একমাত্র লুৎফুর রহমানই ভোট জালিয়াতিসহ সাতটি অপরাধে আদালতে দোষী সাব্যস্ত হয়ে সাজাভোগ করেছেন। অন্যদিকে মেয়র প্রার্থীদের ৩ জন একইসাথে কাউন্সিলার পদেও লড়ছেন। এরা হলেন– লিবারেল ডেমোক্র্যাট (লিবডেম) দলের রাবিনা খান, কনজারভেটিবের এ্যালিয়েট ওয়েভার্স এবং ট্রেড ইউনিয়নিস্ট এন্ড সোশালিস্ট কোয়ালিশনের হোগো পিয়ার্স।
অন্যদিকে টাওয়ার হ্যামলেটসে ২০টি ওয়ার্ডে মোট কাউন্সিলার পদ ৪৫টি। লেবার, কনজারভেটিব এবং লিবডেম সবগুলো পদেই কাউন্সিলার প্রার্র্থী মনোনয়ন দিয়েছে। এসপায়ার ৪৪ এবং গ্রীন পার্টি ৩৬টি কাউন্সিলার পদে প্রার্থী দিয়েছে। আর অন্যান্য দল থেকে প্রার্থী হয়েছেন ৪ জন। দলগুলোর মধ্যে একমাত্র এসপায়ার পার্টির সকল প্রার্থীই বাঙালি।
কাউন্সিলর পদে প্রার্থী হওয়াদের মধ্যে ১০ জন টাওয়ার হ্যামলেটসের বাসিন্দা নন। টাওয়ার হ্যামলেটসের বাইরের এসব বাসিন্দাদের মধ্যে ৮ জন এসপায়ার, ১ জন গ্রিন এবং ১ জন কনজারভেটিভ দলের প্রার্থী হয়ে নির্বাচনে লড়ছেন।
এসপায়ার দলের এই ৮ জন প্রার্থী হলেন– বেথনাল গ্রীন ইস্ট ওয়ার্ডে সৈয়দ হাসান আব্দুল্লাহ (হেরিঙ্গে) ও নুরুল গাফফার (রেডব্রিজ), ব্রোমলি নর্থ ওয়ার্ডে সাইফ উদ্দিন খালেদ (বার্নেট), লাইম হাউজ ওয়ার্ডে ঝর্ণা বেগম (বার্কিং এন্ড ডেগেনহাম), সেন্ট ডান্সটন্স ওয়ার্ডে ব্যারিস্টার নাজির আহমদ (নিউহাম), স্টেপনী গ্রীন ওয়ার্ডে সোহেল মালিক (ওয়ালথাম ফরেস্ট) এবং ওয়েভার্স ওয়ার্ডে কবির আহমদ (রেডব্রিজ) ও ফজলে এলাহী (বার্কিং এন্ড ডেগেনহাম)।
আর কনজারভেটিভ দলের ১ জন হলে হোয়াইটচ্যাপেল ওয়ার্ডের প্রার্থী রিয়াজ মোস্তফা খান (কনজারভেটিব, বার্কিং এন্ড ডেগেনহাম) এবং গ্রীন পার্টির ১ জন হলে প্রার্থী একই ওয়ার্ডের মোহাম্মদ শাহরার আলী (হ্যাভারিং)।
কাউন্সিলর প্রার্থীদের মধ্যে একজন আছেন হাউজিং কেলেঙ্কারির দায়ে আদালতে সাজাপ্রাপ্ত হয়েছিলেন। তিনি হোয়াইটচ্যাপেল ওয়ার্ডের ‘‘রিসারেকশন ইয়ং পিপল ইনশাআল্লাহ’ দলের একমাত্র প্রার্থী শাহেদ আলী।
এসপায়ার পার্টি সবগুলো ওয়ার্ডে কাউন্সিলার প্রার্থী দিলেও একমাত্র এই হোয়াইটচ্যাপেল ওয়ার্ডে তিনজন প্রার্থীর জায়গায় দুজন প্রার্থী দিয়েছে।
অন্যদিকে এসপায়ারের প্রার্থী ব্যারিস্টার নাজির আহমদ গত মেয়াদে নিউহামের লেবার দলীয় কাউন্সিলার ছিলেন। তিনি সেখানে স্পীকার হিসেবেও দায়িত্ব পালন করেন। এন্টিসেমিটিজমের অভিযোগে নিউহাম লেবার পার্টি তাকে সাসপেন্ড করলে তিনি টাওয়ার হ্যামলেটসের এসপায়ারে যোগ দেন। নাজির আহমদ সেন্ট ডান্সটন্স ওয়ার্ডে এসপায়ার দলের প্রার্থী হয়েছেন।
কাউন্সিলার প্রার্থীদের নাম, ওয়ার্ড, দল এবং যে বারায় তারা স্থায়ীভাবে বসবাস করেন তা নীচে তুলে ধরা দেয়া হলো:
১. বেথনাল গ্রীন ইস্ট:
সৈয়দ হাসান আব্দুল্লাহ – এসপায়ার, হেরিঙ্গে
নুরুল গাফফার – এসপায়ার, রেডব্রিজ
আহমদুল কবির – এসপায়ার, টাওয়ার হ্যামলেটস
সিরাজুল ইসলাম – লেবার, টাওয়ার হ্যামলেটস
রেবেকা সুলতানা – লেবার, টাওয়ার হ্যামলেটস
ইভ ম্যাকুলিন – লেবার, টাওয়ার হ্যামলেটস
গ্লোবার রোজম্যারি – কনজারভেটিব, টাওয়ার হ্যামলেটস
হ্যাক জন – কনজারভেটিব, টাওয়ার হ্যামলেটস
হাল রবার্ট – কনজারভেটিব, টাওয়ার হ্যামলেটস
জেমস লি – লিবডেম, টাওয়ার হ্যামলেটস
লিঞ্চ বার্নাড – লিবডেম, টাওয়ার হ্যামলেটস
এন্ড্রু রবার্টসন – লিবডেম, টাওয়ার হ্যামলেটস
জর্জ নেপাল – গ্রীণ পার্টি, টাওয়ার হ্যামলেটস
ম্যাথিউ কার্লসন – গ্রীণ পার্টি, টাওয়ার হ্যামলেটস
থমাস স্মিথ – গ্রীণ পার্টি, টাওয়ার হ্যামলেটস
২. বেথনাল গ্রীন ওয়েস্ট:
সুফিয়া আলম – লেবার, টাওয়ার হ্যামলেটস
ক্যাভিন ব্র্যাডি – লেবার, টাওয়ার হ্যামলেটস
চৌধুরী মিজান – লেবার, টাওয়ার হ্যামলেটস
ওয়াইনফ্রেড হ্যামিলটন – কনজারভেটিব, টাওয়ার হ্যামলেটস
হেলেন ম্যাগনি – কনজারভেটিব, টাওয়ার হ্যামলেটস
লুসিয়েন্ট ম্যাগনি – কনজারভেটিব, টাওয়ার হ্যামলেটস
মাইকেল কোহেন – লিবডেম, টাওয়ার হ্যামলেটস
রেবেকা জোন্স – লিবডেম, টাওয়ার হ্যামলেটস
গোথরি লামন্সডেন – লিবডেম, টাওয়ার হ্যামলেটস
মোস্তাক আহমদ – এসপায়ার, টাওয়ার হ্যামলেটস
আবু তালহা চৌধুরী – এসপায়ার, টাওয়ার হ্যামলেটস
আমিন রহমান – এসপায়ার, টাওয়ার হ্যামলেটস
ডেভিড বার্গেস – গ্রীণ পার্টি, টাওয়ার হ্যামলেটস
জন কক্স – গ্রীণ পার্টি, টাওয়ার হ্যামলেটস
ফ্রান্সিস ও নীল – ট্রেড ইউনিয়নিস্ট এন্ড সোশালিস্ট কোয়ালিশন, টাওয়ার হ্যামলেটস
৩. ব্ল্যাকওয়াল এন্ড কিউবিট টাউন:
আফসানা লাচক্স – লেবার, টাওয়ার হ্যামলেটস
মোহাম্মদ পাপ্পু – লেবার, টাওয়ার হ্যামলেটস
আলেক্সন্ড্রা ওরল – লেবার, টাওয়ার হ্যামলেটস
নিক ভ্যানডাইক – কনজারভেটিব, টাওয়ার হ্যামলেটস
ম্যাথিউ মাইলস – কনজারভেটিব, টাওয়ার হ্যামলেটস
সোফিয়া ডিসসা – কনজারভেটিব, টাওয়ার হ্যামলেটস
গাই বেনসন – লিবডেম, টাওয়ার হ্যামলেটস
ডমিনিক ফ্লাওয়ার্স – লিবডেম, টাওয়ার হ্যামলেটস
আজিজুর রহমান খান – লিবডেম, টাওয়ার হ্যামলেটস
আহমদুর রহমান খান – এসপায়ার, টাওয়ার হ্যামলেটস
আব্দুল মালিক – এসপায়ার, টাওয়ার হ্যামলেটস
মোহাম্মদ বেলাল উদ্দিন – এসপায়ার, টাওয়ার হ্যামলেটস
এ্যান ফেনটন – গ্রীণ পার্টি, টাওয়ার হ্যামলেটস
সিমাস হেইস – গ্রীণ পার্টি, টাওয়ার হ্যামলেটস
তামসিন কাভানা – গ্রীণ পার্টি, টাওয়ার হ্যামলেটস
৪. বো ইস্ট:
আমিনা আলী – লেবার, টাওয়ার হ্যামলেটস
র্যাচেল ব্ল্যাক – লেবার, টাওয়ার হ্যামলেটস
মার্ক ফ্রান্সিস – লেবার, টাওয়ার হ্যামলেটস
উইলিয়াম এডওয়ার্ড – – কনজারভেটিব, টাওয়ার হ্যামলেটস
মার্গারেট লিনকন – কনজারভেটিব, টাওয়ার হ্যামলেটস
এ্যালিস সিনক্লেয়ার – কনজারভেটিব, টাওয়ার হ্যামলেটস
লিজা ফ্রান্সি – লিবডেম, টাওয়ার হ্যামলেটস
নিকোলাস হার্রবার্ট – লিবডেম, টাওয়ার হ্যামলেটস
এ্যালান ম্যাকমিলান – লিবডেম, টাওয়ার হ্যামলেটস
মঞ্জুয়ারা খাতুন – এসপায়ার, টাওয়ার হ্যামলেটস
রহিমা খাতুন – এসপায়ার, টাওয়ার হ্যামলেটস
মাসুদ রহমান – এসপায়ার, টাওয়ার হ্যামলেটস
প্যাটন ব্রাইট – গ্রীণ পার্টি, টাওয়ার হ্যামলেটস
নিকোলা পাওয়ার – গ্রীণ পার্টি, টাওয়ার হ্যামলেটস
৫. বো ওয়েস্ট:
ভ্যাল হোয়াইটহেড – লেবার, টাওয়ার হ্যামলেটস
আসমা বেগম – লেবার, টাওয়ার হ্যামলেটস
ভিক্টর এ্যালারবেক – কনজারভেটিব, টাওয়ার হ্যামলেটস
মারিয়েম সারগিনি – কনজারভেটিব, টাওয়ার হ্যামলেটস
টম কানেকু – লিবডেম, টাওয়ার হ্যামলেটস
ইরিনা লাডলু – লিবডেম, টাওয়ার হ্যামলেটস
জেমস পলসন – গ্রীণ পার্টি, টাওয়ার হ্যামলেটস
নাথালি বাইনফেইট – গ্রীণ পার্টি, টাওয়ার হ্যামলেটস
রিপন আলী – এসপায়ার, টাওয়ার হ্যামলেটস
ঝুনু আলী – এসপায়ার, টাওয়ার হ্যামলেটস
৬. ব্রোমলি নথর্:
আহসান চৌধুরী – লেবার, টাওয়ার হ্যামলেটস
আব্দুল সালাম – লেবার, টাওয়ার হ্যামলেটস
রিচার্ড গিলেসপি – কনজারভেটিব, টাওয়ার হ্যামলেটস
আখলাকুর রহমান – কনজারভেটিব, টাওয়ার হ্যামলেটস
নেহাদ আহমেদ চৌধুরী – লিবডেম, টাওয়ার হ্যামলেটস
লিনজি প্রাউডফুট – লিবডেম, টাওয়ার হ্যামলেটস
এনহারাড লান্ট – গ্রীণ পার্টি, টাওয়ার হ্যামলেটস
ড্যানিয়েল জেমস ব্লাইথেন – গ্রীণ পার্টি, টাওয়ার হ্যামলেটস
আব্দুল নজরুল – এসপায়ার, টাওয়ার হ্যামলেটস
সাইফ উদ্দিন খালেদ – এসপায়ার, ইজলিংটন
কিথ ম্যাবাট – সোশাল ডেমোক্রেটিক পার্টি, টাওয়ার হ্যামলেটস
৭. ব্রোমলি সাউথ:
শুভ হোসাইন – লেবার, টাওয়ার হ্যামলেটস
জেনি সাইমন্স – লেবার, টাওয়ার হ্যামলেটস
স্কাই আথারটন – কনজারভেটিব, টাওয়ার হ্যামলেটস
ফিলিপ চার্জ – কনজারভেটিব, টাওয়ার হ্যামলেটস
জোসেফ ভিনাস – লিবডেম, টাওয়ার হ্যামলেটস
জেমস কাসওয়েল – লিবডেম, টাওয়ার হ্যামলেটস
বদরুল ইসলাম চৌধুরী – এসপায়ার, টাওয়ার হ্যামলেটস
ইকবাল হোসাইন – এসপায়ার, টাওয়ার হ্যামলেটস
বারনে গ্রীন – গ্রীণ পার্টি, টাওয়ার হ্যামলেটস
রব কারী – গ্রীণ পার্টি, টাওয়ার হ্যামলেটস
৮. ক্যানেরী ওয়ার্ফ:
ব্রায়ান এ্যালনাট – লেবার, টাওয়ার হ্যামলেটস
সাজিয়া সুলতানা – লেবার, টাওয়ার হ্যামলেটস
রোজমেরী জার্মেন পাওয়েল – কনজারভেটিব, টাওয়ার হ্যামলেটস
সামিয়া হারছি – কনজারভেটিব, টাওয়ার হ্যামলেটস
আব্দুল হান্নান – লিবডেম, টাওয়ার হ্যামলেটস
ভন জোন্স – লিবডেম, টাওয়ার হ্যামলেটস
সাঈদ আহমদ – এসপায়ার, টাওয়ার হ্যামলেটস
তালুকদার মাইয়ুম – এসপায়ার, টাওয়ার হ্যামলেটস
জর্জ উড – স্বতন্ত্র, টাওয়ার হ্যামলেটস
৯. আইল্যান্ড গার্ডেন:
জগলুল হোসাইন খান – লেবার, টাওয়ার হ্যামলেটস
মুফিদা বাস্তিন – লেবার, টাওয়ার হ্যামলেটস
পিটার গোল্ড – কনজারভেটিব, টাওয়ার হ্যামলেটস
কালাম মারফি – কনজারভেটিব, টাওয়ার হ্যামলেটস
কেভিন ক্রিগান – লিবডেম, টাওয়ার হ্যামলেটস
লরাইন ইংলিশ – লিবডেম, টাওয়ার হ্যামলেটস
সৈয়দ সফর আলী – এসপায়ার, টাওয়ার হ্যামলেটস
সাদিকুর রহমান – এসপায়ার, টাওয়ার হ্যামলেটস
নিকোলাস এ্যালিসন– গ্রীণ পার্টি, টাওয়ার হ্যামলেটস
১০. ল্যান্সবারী:
কাহার চৌধুরী– লেবার, টাওয়ার হ্যামলেটস
আনসারুল হক – লেবার, টাওয়ার হ্যামলেটস
শাহিদা রহমান – লেবার, টাওয়ার হ্যামলেটস
ইফজাল আকবর আলী – কনজারভেটিব, টাওয়ার হ্যামলেটস
এরিক ইনগ্রাম – কনজারভেটিব, টাওয়ার হ্যামলেটস
ক্রেসি টাউনসেন্ড– কনজারভেটিব, টাওয়ার হ্যামলেটস
ফখর উদ্দিন – লিবডেম, টাওয়ার হ্যামলেটস
আব্দুল মানিক – লিবডেম, টাওয়ার হ্যামলেটস
শিলা বাগশ – লিবডেম, টাওয়ার হ্যামলেটস
অহিদ আহমদ – এসপায়ার, টাওয়ার হ্যামলেটস
জাহেদ চৌধুরী – এসপায়ার, টাওয়ার হ্যামলেটস
ইকবাল হোসাইন – এসপায়ার, টাওয়ার হ্যামলেটস
জোসেফ স্কালান – গ্রীণ পার্টি, টাওয়ার হ্যামলেটস
নোরম ক্যাসিডি – গ্রীণ পার্টি, টাওয়ার হ্যামলেটস
১১. লাইম হাউজ:
জেমস কীং – লেবার, টাওয়ার হ্যামলেটস
রবার্ট গারসাইড – কনজারভেটিব, টাওয়ার হ্যামলেটস
রিচার্ড ডানকস – লিবডেম, টাওয়ার হ্যামলেটস
ঝর্ণা বেগম– এসপায়ার, বার্কিং এন্ড ডেগেনহাম
জিওফ্রি জুডেন– গ্রীণ পার্টি, টাওয়ার হ্যামলেটস