কমনওয়েলথ  ছোট গল্প পুরস্কারে   মনোনীত  সাগুফতা শারমীন  তানিয়া 

Share on facebook
Share on twitter
Share on linkedin
জুয়েল রাজ- 
কমনওয়েলথ  লেখক সংস্থা থেকে,  কমনওয়েলথ  ছোট গল্প  পুরস্কারের জন্য  মনোনীত হয়েছেন বাংলাদেশী বংশোদ্ভূত  লেখক সাগুফতা শারমীন তানিয়া।
তাঁর গল্প “হোয়াট মেন লিভ বাই “এর জন্য তিনি এই পুরস্কারের জন্য শর্ট লিস্টেড হয়েছেন বলে ,  সংস্থার ওয়েবসাইটে  প্রকাশিত হয়েছে। কমনওয়েলথ ভুক্ত দেশ থেকে এই বছর ৬হাজার ৭শত’র ও বেশী  গল্প জমা পরেছিল। চলতি মাসে ৫ টি  অঞ্চলের  অঞ্চল ভিত্তিক বিজয়ীদের  নাম ঘোষিত হবে   এবং   জুনমাসে ঘোষিত হবে  চুড়ান্ত বিজয়ীর নাম। সাগুফতা শারমীন তানিয়া একমাত্র বাংলাদেশি লেখক, যার গল্প এই পুরস্কারের জন্য এই বছর  মনোনীত হয়েছে।
সাগুফতা  শারমীনের লেখা,  ওয়াসাফিরি, এশিয়া লিটারারি রিভিউ, সিটি প্রেস এবং স্পিকিং ভলিউম অ্যান্থোলজিতে প্রকাশিত হয়েছে।  বাংলা সাহিত্যে অসামান্য অবদানের জন্য সাগুফতা বাংলা একাডেমি সৈয়দ ওয়ালীউল্লাহ পুরস্কার (২০১৮) পেয়েছেন।
  বিবিসি শর্ট স্টোরি পুরষ্কার ২০২১ -এর জন্য তার ছোট গল্প ‘সিন্সেরলি ইয়োরস’ দীর্ঘ তালিকাভুক্ত ছিল।
 চলতি বছর  কমনওয়েলথ  লেখক সংস্থায় তাঁর লেখা  মনোনীত হয়েছে।
সাগুফতা শারমীন তানিয়া বুয়েট থেকে লেখাপড়া  শেষ করে দীর্ঘদিন ধরে লন্ডনে বসবাস করছেন। বাংলা ও ইংরেজী দুই ভাষাতেই তিনি দক্ষতার সাথে  লেখালেখি করছেন। সাগুফতা, ইতোমধ্যে  গল্প বলায় তাঁর নিজস্ব একটা ধরণ  তৈরী করেছেন যা তাঁকে অন্যদের থেকে খুব সহজেই   আলাদা করা যায়।
https://www.commonwealthwriters.org/shortstoryprize/shortlist/
Share on facebook
Share on twitter
Share on linkedin

আরো পড়ুন

সর্বশেষ খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০