আশ্রয় প্রার্থীদের  আফ্রিকার রুয়ান্ডায় পাঠানো হবে- 

Share on facebook
Share on twitter
Share on linkedin

ব্রিকলেন প্রতিবেদনঃযুক্তরাজ্যে এসলাইম প্রার্থীদের জন্য দুঃসংবাদ নিয়ে আসছেন দেশটির সরকার। যুক্তরাজ্য সরকার কিছু আশ্রয়প্রার্থীর আবেদন প্রক্রিয়াকরণের জন্য তাদের আফ্রিকার রুয়ান্ডায় নিয়ে রাখবে বলে পদক্ষেপ নিচ্ছে। এ লক্ষ্যে দেশটির সঙ্গে যুক্তরাজ্য চুক্তি করতে যাচ্ছে। ব্রিটিশ প্রধানমন্ত্র বরিস জনসন শিগগিরই এ বিষয়ের পরিকল্পনা প্রকাশ করবেন। এর পর স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেল আফ্রিকার দেশের সঙ্গে একটি অভিবাসন চুক্তি স্বাক্ষর করবেন। এই চুক্তির অর্থ হবে ইংশিল চ্যানেল অবৈধভাবে পাড়ি দিয়ে যুক্তরাজ্যে আসা অবিবাহিত/সঙ্গীহীন পুরুষদের জোর করে রুয়ান্ডায় পাঠানো।

 
মাইগ্র্যান্ট কাউন্সিল এ নীতিকে ‘নিষ্ঠুর’ আখ্যা দিয়ে এর সমালোচনা করেছে। প্রতিষ্ঠানটি এটি পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে।
বিরোধী লেবার দল বলেছে, এ পরিকল্পনা ‘অকার্যকর, অনৈতিক এবং বাড়াবাড়ি’। দলটি আরো বলেছে, কভিড আইন ভঙ্গ করার জন্য বরিস জনসনের জরিমানা থেকে দৃষ্টি সরানোর জন্যই এর পরিকল্পনা করা হয়েছে।
লিবারেল ডেমোক্র্যাটরা বলেছে, প্রস্তাবটি ‘করদাতাদের জন্য ব্যয়বহুল হবে। তবে তা বিপজ্জনকভাবে চ্যানেল পারাপার বন্ধ করতে বা চোরাচালান ও পাচারকারী চক্রের বিরুদ্ধে লড়াই করায় ভূমিকা রাখবে না।
এই চুক্তিটির আওতায় রুয়ান্ডার সরকারকে প্রাথমিকভাবে ১২ কোটি পাউন্ড দেওয়া হবে বলে মনে করা হচ্ছে। তবে বিরোধীরা বলছে, সম্পূর্ণ প্রকল্পের বার্ষিক খরচ এর অনেক বেশি হবে।
সূত্র: বিবিসি
 
 
Juyel Raaj
Share on facebook
Share on twitter
Share on linkedin

আরো পড়ুন

সর্বশেষ খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১