ব্রিকলেন নিউজঃ আলোকিত জনদের কারনে কমিউনিটি সমৃদ্ধ হচ্ছে -স্পিকার
টাওয়ার হ্যামলেটের স্পিকার কাউন্সিলার আহবাব হোসেন বলেছেন,সংবাদ কর্মীও সাংবাদিকরা বিগত করোনা কালে যে ভাবে মানুষ ও কমিউনিটির জন্য নিবৃত ভাবে কাজ করেছেন তা ছিলো উদাহরণের মাত্ৰা ।

তারা ভয়কে জয় করে মাঠে ছিলেন ৷ তিনি বলেন যদিও আমরা প্রতিষ্ঠানিক ভাবে তাদের মুল্যায়ন করতে কৃপনতা দেখাই ।
যুক্তরাজ্য ভিত্তিক প্রেসার গ্রুপ এনআরবি লন্ডনের প্যান্ডামিক হিরো সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য কালে তিনিএকথা বলেন ৷
২৪ মার্চ বৃহস্পতিবার পূর্ব লণ্ডনের সোনার গাঁও রেষ্টুরেন্টে বাংলাদেশ ও ব্রিটেনের বন্ধুত্বের ৫০ বছর ও সুবর্নজয়ন্তি উপলক্ষে অনুষ্ঠিত এই বিশেষ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান আনসার আহমদ উল্ল্যাহ
সেক্রেটারি আহাদ চৌধুরী বাবুর পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, লণ্ডন বাংলা প্রেস ক্লাবের সাবেক ট্রেজারার এন আরবির মুখপাত্র,আসম মাসুম।
বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক মুস্তাক আলী বাবুল, ক্রীড়া সংগঠক তফাজ্জুল হোসেন আলম,এন আরবির নির্বাহী সদস্য জামাল আহমদ খান, নির্বাহী সদস্য যুক্তরাজ্য কালের কন্ঠের প্রতিনিধি জুয়েল রাজ ৷
সম্মাননা অনুষ্ঠানে টাওয়ার হ্যামলেট কাউন্সিলের স্পিকারের পক্ষে ও এন আরবি থেকে কমিউনিটিতে নিরলস ভাবে সেবা দান কারী ২১জন সংবাদ কর্মীকে বন্ধুত্ব স্মারক প্রদান করা হয় ।
সম্মাননা প্রাপ্তরা হলেন, সাংবাদিক মুস্তাক আলী বাবুল, আসম মাসুম,জাকির হোসেন কয়েস,সালেহ আহমদ, আব্দুল কাদির মুরাদ, খালিদ হোসেন, ফজলুল হক, আব্দুল হান্নান, মোহাম্মদ মাসুদ উজামান,জামাল খাঁন, রুমানা আফরুজ রাখি,আব্বাস উজামান,তানভির হাসান, হেফাজুল করিম রাকিব,আলাউর রহমান খান,কয়েস আহমদ রুহেল, জুবায়ের খাঁন সেলিম, জি আর সুহেল, একলাসুর রাহমান পাক্কু,রোমেনা আনাম,খালেদ মাসুদ রনি।
এনআরবি লন্ডনের চেয়ারম্যান আনসার আহমদ উল্লাহ স্পিকারকে ধন্যবাদ জানান এবং এনআরবি লন্ডনের এ ধরনের আয়োজন ভালো কাজে উৎসাহ যোগাতে কাজ করবে বলে আশাবাদ রাখেন।
আহাদ চৌধুরীবাবু বলেন, গতানুগতিক ধারার বাহিরে গিয়ে আমরা সঠিক কাজের কাজীদের জন্য কাজ করছি।