ভুলিনি তোমায় , ভুলবো না কোনোদিন

Share on facebook
Share on twitter
Share on linkedin

প্রিয়ভাজন ছানু মিয়া,

ভুলিনি তোমায়,ভুলবো না কোনোদিন

অজয় পাল 

ঢাকার উদ্দেশ্যে লন্ডন ছেড়ে যাবার আগে হিথ্রো বিমান বন্দর থেকে ফোন করে বঙ্গবন্ধুর ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়ির বিয়োগান্তক ঘটনার আলোকে একটি গান লেখার অনুরোধ করেন তিনি । এ-ও বলেন , লেখা শেষ করে দ্রুত তাঁর কাছে এটি পাঠিয়ে দিতে । জানান , একজন শিল্পীর সাথে তাঁর কথা
আছে । গানটি রেকর্ড করে বত্রিশ নম্বর বাড়িতে স্যুট করা হবে । সেটা ২০১৬ সালের মধ্য নভেম্বরের ‌কথা । কিন্তু গানটি পাঠাবার আগেই নভেম্বরের ২২ তারিখ বাংলাদেশ থেকেই না ফেরার দেশে চলে যান এই মানুষটি ।
বলছিলাম, আমার খুবই প্রাণের মানুষ , অত্যন্ত প্রিয়ভাজন মিয়া আক্তার হোসেন ছানু’র
কথা । লন্ডনের সাংস্কৃতিক, ক্রীড়া ও রাজনৈতিক অঙ্গনের এই প্রিয় মানুষটির সাথে আমার সম্পর্ক ছিলো দীর্ঘদিনের । বঙ্গবন্ধুর আদর্শের এই নিবেদিতপ্রাণ কর্মীর জীবন গাঁথা লিখেও শেষ হবার নয় । একজন আলোকিত মানুষ ছিলেন তিনি । যেখানে গেছেন , নিজেকে মেলে ধরেছেন অনন্য উচ্চতায় । অসাধারণ ব্যক্তিত্বের অধিকারী ছিলেন তিনি । এই মানুষটি হঠাৎ করেই না ফেরার দেশে চলে যাবেন , সেটা কি কেউ কখনো ভেবেছিলো?আমার প্রিয়ভাজন এই মানুষটির আজ পঞ্চম মৃত্যুবার্ষিকী । এই দিনে প্রার্থনা জানাই , হে ঈশ্বর , এই মানুষটির আত্মার তুমি চিরশান্তি নিশ্চিত করো ।

বাংলাদেশে ‘৯৬সালের জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে প্রিয়ভাজন ছানু মিয়া সিলেট নগরীতে লন্ডনের বাংলা টিভির পক্ষ থেকে আমার সাথে কথা বলছিলেন। (লেখাটি সাংবাদিক অজয় পালের ফেইস বুক থেকে নেয়া)

Share on facebook
Share on twitter
Share on linkedin

আরো পড়ুন

সর্বশেষ খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১