ক্রিকেট মাঠে পাকিস্তানি পতাকা উত্তোলন!
ব্রিকলেন নিউজঃ
তাদের পতাকাসহ পাকিস্তানে ফেরত পাঠানো উচিত বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান। মঙ্গলবার সন্ধ্যায় চট্টগ্রামে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান বলেন, ‘অনুশীলনের সময় পাকিস্তানের ক্রিকেটাররা তাদের জাতীয় পতাকা উত্তোলন (চাঁদ, তারা) করেছে। এটা কোনো অবস্থায়ই মেনে নেওয়া যায় না। এটা আমি কোনোভাবেই সমর্থন করি না।
ডাঃ মুরাদ বলেন, ‘আমি মনে করি, তাদের পতাকাসহ দেশে ফেরত পাঠিয়ে দেওয়া উচিত। পাকিস্তানিদের পতাকায় আমাদের চেতনা ও হৃদয়ে রক্তক্ষরণ হয়। পতাকা লাগিয়ে কিসের অনুশীলন। নাটক, সিনেমা- ভণ্ডামি করতে দেওয়া উচিত নয়।’
এদিকে, বাংলাদেশ সফরে আসা পাকিস্তান জাতীয় ক্রিকেট দল আজও নেটের চারদিকে পাকিস্তানের জাতীয় পতাকা টানিয়ে অনুশীলন করেছে। এর আগে সোমবার প্রথম দিনের অনুশীলনেও জাতীয় পতাকা টানাতে দেখা যায়।
এ নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কোন মন্তব্য না করলেও পাকিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছে, মাস দুয়েক ধরে অনুশীলনে পতাকা ওড়ানোর এই রীতিটি মেনে আসছে পাকিস্তান দল।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের মিডিয়া ম্যানেজার ইব্রাহিম বাদিজ বিবিসি বাংলাকে বলেন, প্রধান কোচ সাকলাইন মোশতাক এই রীতির প্রচলন করেন। পাকিস্তানের হাই পারফরম্যান্স দলের কোচ থাকা অবস্থাতেও তিনি এই রীতি মানতেন।
তবে, সামাজিক যোগাযোগের মাধ্যমে, যারা সমালোচনা করছেন তাদের অনেকেই বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সম্পর্কের ঐতিহাসিক টানাপোড়েনের কথা উল্লেখ করে অনুশীলনের সময় মাঠে পতাকা ওড়ানোকে একটা রাজনৈতিক বার্তা হিসেবে দেখতে চাইছেন। তবে অনেকেই আবার এটাকে খেলোয়াড়ি মেজাজে নেওয়ার ব্যাপারেই আগ্রহী।