বদরুল মনসুরঃ
বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংকটে,সংগ্রামে,অর্জনে ও মানবিকতায় যুবলীগ শিরোনামে আন্তজার্তিক ভ্যার্চুয়াল সভা অনুষ্ঠিত।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শহীদ শেখ ফজলুল হক মণি’র নের্তৃত্বে প্রতিষ্ঠিত এশিয়া মহাদেশের প্রথম ও সর্ববৃহৎ যুব সংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইউ কে বিডি টিভিতে সংকটে,সংগ্রামে,অর্জনে ও মানবিকতায় বাংলাদেশ যুবলীগ শিরোনামে গত ১৫ ই নভেম্বর সোমবার এক আন্তজার্তিক ভ্যার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ইউ কে ওয়েলস যুবলীগের সাবেক সভাপতি ও ইউকে বিডি টিভির চেয়ারম্যান প্রাক্তন ছাত্রনেতা মোহাম্মদ মকিস মনসুর এর সভাপতিত্বে এবং নিউপোর্ট যুবলীগের সভাপতি ও ইউকে বিডি টিভির ফাইনান্স ডিরেক্টর শাহ্ শাফি কাদির এর উপস্থাপনায় অনুষ্ঠিত ভ্যার্চুয়ালি আলোচনা সভা সভায় প্রধান ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ যুবলীগের সাবেক প্রেসিডিয়াম মেম্বার ও যুক্তরাজ্য আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ রাজনীতিবিদ সুলতান মাহমুদ শরীফ, বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রনেতা শফিউল আলম চৌধূরী নাদেল, বাংলাদেশ যুবলীগের কেন্দ্রীয় উপ মহিলা বিষয়ক সম্পদক সাবেক ছাত্রনেত্রী সৈয়দা সানজিদা মহসিন, বাংলাদেশ যুবলীগের কেন্দ্রীয় সদস্য সাবেক ছাত্রনেতা আব্দুল কালাম আজাদ, যুক্তরাজ্য যুবলীগের সাবেক সভাপতি ও যুক্তরাজ্য আওয়ামীলীগের সহ-সভাপতি মোহাম্মদ হরমুজ আলী, যুক্তরাজ্য যুবলীগের সহ-সভাপতি সামসাদুর রহমান রাহিন, যুক্তরাজ্য যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জামাল আহমেদ খান, ও ইউকে বিডি টিভির ম্যানেজিং ডিরেক্টর ও বৃসটল যুবলীগের সভাপতি খায়রুল আলম লিংকন সহ প্রমুখ নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেছেন,আজ থেকে ৪৯ বছর আগে ১৯৭২’সালের ১১ ই নভেম্বর বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের মূলমন্ত্র গণতন্ত্র, শোষনমুক্ত সমাজ অর্থাৎ সামাজিক ন্যায়বিচার, জাতীয়তাবাদ, ধর্ম নিরপেক্ষতা অর্থাৎ সকল ধর্মের মানুষের স্ব স্ব ধর্ম স্বাধীনভাবে পালনের অধিকার তথা জাতীয় চার মুলনীতিকে সামনে রেখে বেকারত্ব দূরীকরণ, দারিদ্র দূরীকরণ, দারিদ্র বিমোচন, শিক্ষা সম্প্রসারন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপদান, অসাম্প্রদায়ীক বাংলাদেশ ও আত্মনির্ভরশীল অর্থনীতি গড়ে তোলা এবং যুবসমাজের ন্যায্য অধিকার সমুহ প্রতিষ্ঠার লক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও শোষণমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামে যুবসমাজকে সম্পৃক্ত করার লক্ষ্য নিয়েই বঙ্গবন্ধুর ভাগনা যুব সমাজের নয়ন মনি শেখ ফজলুল হক মণির নেতৃত্তে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক যুব কনভেশনের মাধ্যমে প্রতিষ্ঠিত হয় ইতিহাস আর সুদীর্ঘ সংগ্রামে লালিত এশিয়ার সর্ব বৃহৎ ও স্বাধীন বাংলাদেশের প্রথম যুব সংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগ নামক এই সংগঠন। দীর্ঘ পথ পরিক্রমায় আজ যুবলীগ একটি মাল্টিক্লাস ও মানসিক সংগঠন হিসাবে পরিণত হয়েছে।
অতীত ঐতিহ্য ধরে রেখে সামনের পথে এগিয়ে চলছে সংগঠনটি বলে উল্লেখ করে নেতৃবৃন্দ বলেন
যুবলীগ এর বর্তমান চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারন সম্পাদক জনাব মাইনুল হোসেন খান নিখিল সহ সংগঠনের সকল পর্যায়ের সকল নেতা কর্মীরা যাদের নেতৃত্ব মেধা ও মননের রাজনীতি চর্চার মাধ্যমে দক্ষ ও আলোকিত যুবশক্তি তৈরী করতে প্রধান ভূমিকা পালন করা সহ জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে বিশ্ব বাঙালীর অহংকার, বিশ্বমানবতার বাতিঘর বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার আত্ম–মর্যাদাশীল ডিজিটাল বাংলার আলোর মিছিলকে এগিয়ে নিতে ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে অতীতের ধারাবাহিকতা বজায় রেখে আগামীদিনে ও মানবিক আওয়ামী যুবলীগ আরও বলিষ্ঠ ভৃমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন।।