জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সাংসদ শামিমা শাহরিয়ার এর সম্মানে সুনামগন্জ জেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউ.কের ভোজসভা অনুষ্ঠিত।গত ১৪ নভেম্বর সুনামগঞ্জ সিলেটের সংরক্ষিত মহিলা আসনের এমপি শামিমা শাহরিয়ারের সম্মানে সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে এর উদৌগে এক নৈশ ভোজের আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি জনাব আরমান আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নিয়াজ চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত ভোজসভায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মুফতী লুৎফুর রহমান বিনুরী।
সভায় অথিতি কে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান বিশিষ্ঠ উপস্হাপিকা সাঈদা চৌধুরী, সেলিনা রহমান এবং জয়নব কাদীয় এবং অতিথি কে ক্রেস্ট দিয়ে সম্মাননা প্রদান করেন টাওয়ার হেমলেটস কাউন্সিলর স্পিকার জনাব আহবাব হোসেন,সংগঠনের সভাপতি জনাব আরমান আলী, সহ সভাপতি জনাব ইন্জিনিয়ার হাবিবুর রহমান এবং ড: রুয়াব উদ্দীন।
উক্ত ভোজসভায় আরো উপস্হিত ছিলেন কাউন্সিলর আয়শা চৌধুরী,কাউন্সিলর আব্দুল আলী, কাউন্সিলর ফয়জুর রহমান,ডা: গিয়াস উদ্দীন,উপদেস্টা শেখ ফারুক আহমেদ,সহ সভাপতি ফারুক আহমেদ জিলু,সহ সভা শিশু মিয়া,সহ সভাপতি আনসার আহমেদ,সহ সভাপতি রুহল আমিন,সাবেক কাউন্সিলর সুলুক আহমেদ,বদরুল চৌধুরী,সাবেক কাউন্সিলর খালেদ রেজা খাঁন,সহ সভাপতি ইন্জজিনিয়ার হাবিবুর রহমান,ড: রুয়াব উদ্দীন, সাবেক ট্রেজারর আব্দুল শহীদ,সলিসিটর দরবেশ চৌধুরী, যুগ্ন সম্পাদক মাসুক সরদার,যুগ্ন সম্পাদক জয়নাল আবেদীন, যুগ্ন সম্পাদক কয়ছর আব্দুল,কালচারেল সেক্রেটারী দিলওয়ার হুসেন হিরা,যুগ্ন সম্পাদক সাজ্জাদ মিয়া,সাংগঠনিক সম্পাদক সাইফুল আলম সাজ্জাদ প্রমুখ।