ব্রিকলেন নিউজঃ
বিয়ে করেছেন সবচেয়ে কম বয়সী নোবেল বিজয়ী এবং নারী শিক্ষা ও অধিকারকর্মী মালালা ইউসুফজাই। যুক্তরাজ্যের বার্মিংহামে ইসলামি রীতি অনুসারে তাদের বিয়ে অনুষ্ঠিত হয়েছে। তার স্বামীর নাম আসার মালিক। তিনি পাকিস্তান ক্রিকেট বোর্ডের হাই পারফরম্যান্স সেন্টারের জেনারেল ম্যানেজার। মঙ্গলবার এ বিষয়ে নিশ্চিত করেছেন মালালা।
বিয়ে সম্পর্কে সোশ্যাল মিডিয়ায় মালালা লিখেছেন, আসার এবং আমি সারাজীবনের জন্য জুটি বেঁধেছি। পরিবারের সদস্যদের নিয়ে বিয়ের আনুষ্ঠানিতা হয়েছে। আমাদের জন্য দোয়া করবেন।
সম্প্রতি বিবাহ নিয়ে করা মন্তব্যের জেরে সমালোচনার মুখে পড়েছিলেন মালালা। এর মধ্যে তিনি বিবাহ সম্পন্ন করার ঘোষণা দিলেন।২০১৪ সালে সবচেয়ে কম বয়সী হিসেবে মালালা নোবেল শান্তি পুরস্কার লাভ করেন মালালা।