তারেক চৌধুরী: লন্ডনের আলতাব আলী পার্কে গত ১২ অক্টোবর লন্ডনের আলতাব আলী পার্কে “ বাংলাদেশে কালো আইন খ্যাত ডিজিটাল আইন” বাতিলের দাবিতে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি আয়োজন করেন ধানের শীষ সমর্থক মাকসুদুল হক। অনুষ্ঠানে বক্তারা ডিজিটাল আইনের নানা রকম নেতিবাচক দিক গুলো তুলে ধরে কালে আইন খ্যাত এই আইনটি অনতিবিলম্বে বাতিলের দাবী তোলেন এবং এই আইনের অধীনে বর্তমানে কারাবাসকারীদের মুক্তি দাবী করেন। বক্তারা তাদের বক্তব্যে দাবী করেন, এটি আসলে বিরোধী দলগুলোকে দমন পীড়নের উদ্দেশ্যে মূলত: এই কালে আইনটি পাশ করা হয় এবং এই আইনের দোহাই দিয়ে সরকার গনমানুষের প্রতিবাদের ভাষা স্তব্ধ করে দিতে তৎপর রয়েছে যেটি গনতন্ত্রের জন্য মারাত্নক ঝুকিপূর্ন। দেশে গনতন্ত্র ভুলন্ঠিত হচ্ছে এবং সাধারন মানুষের কথা বলার অধিকার হরণ হচ্ছে এমন দাবি করে বক্তারা “ ডিজিটাল আইন” বাতিলের জন্য জোর দাবী করেন অন্যাথায় দেশে এবং দেশের বাহিরে বৃহত্তর কর্মসূচীর ঘোষনা দিবেন বলে সতর্ক বার্তা দেন।উক্ত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য প্রদান করেন, “ধানের শীষ সমর্থক গোষ্ঠী” এর প্রতিষ্ঠাতা জনাব ব্যারিস্টার মওদুদ আহমেদ।অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য প্রদান করেন;, জনাব মোহাম্মদ মনিরুজ্জামান জনি, তানজীল চৌধুরী, মো: আনিসুর রহমান তালুকদার , মো: শামসুদ্দিন, আরিফুল হক, মাহবুবুর রহমান, মো: সাহাদাত হোসেন, শহীদুর রহমান, আব্দুল ওয়ালী শামীম, মো: মাহবুব আলম, সর্দার মোহাম্মদ মারুফুর রহমান, রফিক আহমেদ, আফসান রহমান, শেখ আশরাফুজ্জামান প্রমূখ ।
“ডিজিটাল আইন বাতিলের দাবিতে লন্ডনে প্রতিবাদ সমাবেশ”
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on facebook
Share on twitter
Share on linkedin