লন্ডনের রাস্তায় নিষিদ্ধ  পুরাতন গাড়ি – 

Share on facebook
Share on twitter
Share on linkedin

শেখ ছুরুত মিয়াঃ 

সোমবার থেকে লন্ডন শহরকে বায়ু-দূষণ ও কার্বনমুক্ত করতে পুরাতন গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা জারি কার্যকর হচ্ছে। একই সঙ্গে বাড়ানো হচ্ছে আলট্রা লো-এমিশন জোন (লন্ডনের পরিধি)। ফলে লন্ডনের এলাকা শুধুমাত্র সিটি অফ ওয়েস্ট  মিনিস্টারের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। সতেরগুন বাড়িয়ে ইস্ট লন্ডনের নিউহ্যামের সার্কুলার রোড থেকে শুরু হয়ে হেমারস্মিথ , অপর দিকে ব্রেন্ট থেকে লুইশহ্যাম এলাকা আওতার মধ্যে থাকবে।

পাশাপাশি অন্য এলাকার গাড়ি এই এলাকায় প্রবেশ করতে পারবে না। একই সঙ্গে নিজস্ব এলাকার রেসিডেন্টদের  পুরাতন গাড়ি ইউলেজ এলাকায় চালাতে পারবে না। সরকারি আইন অমান্য করে কেউ গাড়ি চালালে তাকে জরিমানা হিসেবে ১৬০ পাউন্ড দিতে হবে। যে সকল ড্রাইভার সোমবার(২৫ অক্টোবর) থেকে পরিবেশবান্ধব ছাড়া গাড়ি (কার, মোটরসাইকেল ও ভ্যান) নিয়ে সম্প্রসারিত এলাকায় প্রবেশ করবেন তাদেরকে দৈনিক সাড়ে ১২ পাউন্ড পরিশোধ করতে হবে।

এছাড়া লরি, বাসের জন্য  একশত পাউন্ড চার্জ নির্ধারণ করা হয়েছে। কর্তৃপক্ষ পুরাতন গাড়ি প্রবেশ মনিটরিং করতে বর্ধিত এলাকার জন্য ৭০০ নতুন ক্যামেরা বসিয়েছে। এই সব ক্যামেরার সিসিটিভি ফুটেজ দেখেই তাদের গাড়ির মালিককে জরিমানা করা হবে এবং এই জরিমানা দুই সপ্তাহের মধ্যে না দিলে জরিমানার টাকা বাড়তেই থাকবে।২০০৬ সালের পুরাতন পেট্রোল গাড়ি ও ২০১৯ সালের পুরাতন ডিজেল গাড়ি নতুন করে সীমানা দেয়া ইউলেজ-এ প্রবেশ করতে পারবে না। টিএফএল এবং লন্ডন মেয়র যৌথভাবে এ সিদ্ধান্ত গ্রহণ করেছে। এতে করে ১ লাখ ৩৮ হাজার গাড়ি এই নিষেধাজ্ঞার  কবলে পরবে বলে জানিয়েছে টিএফএল।

Share on facebook
Share on twitter
Share on linkedin

আরো পড়ুন

সর্বশেষ খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১