বীর মুক্তিযোদ্ধা মেজর (অবঃ) সুরঞ্জন দাশের মৃত্যুতে মন্ট্রিয়লে শোক সভা

Share on facebook
Share on twitter
Share on linkedin

 গোপেন দেব, মন্ট্রিয়ল, কানাডা –

বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে বীরত্বপূর্ণ অবদান রেখেই ক্ষান্ত হননি তিনি সেনাবাহিনীর একজন চৌকস কর্মকর্তা হয়েও নানা গুরুত্বপূর্ণ পদে দক্ষতা ও অসম সাহসিকতার সাথে দায়িত্ব পালন করেছেন। প্রবাসে থাকাকালীন কমিউনিটির সমস্যা, সংকট নিরসনে কিংবা নিজ কৃষ্টি, সংষ্কৃতি লালনে তাঁর ভূমিকা ছিল অগ্রগণ্য। জীবন বাজি রেখে মুক্তিযুদ্ধ করা এই সূর্যসেনা প্রবাসজীবনেও দেশমাতৃকার উন্নয়ন চিন্তায় মগ্ন ছিলেন।
গত ২ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যায় মন্ট্রিয়লে আয়োজিত এক শোক সভায় কানাডা প্রবাসী বিশিষ্ট কমিউনিটি নেতা, বীর মুক্তিযোদ্ধা সদ্য প্রয়াত মেজর ( অবঃ ) সুরঞ্জন  দাশ সম্পর্কে এসব কথা বলা হয়েছে। সম্প্রতি সড়ক দুর্ঘটনায় মর্মান্তিকভাবে সস্ত্রীক নিহত মেজর ( অবঃ ) সুরঞ্জন দাশের স্মরণে নগরীর রেস্টুরেন্ট ক্যাফে বেনেটিকতায় এই শোক সভাটি অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট শিক্ষাবিদ এডভোকেট ফনিন্দ্র কুমার ভট্টাচার্য্য।

ছবিঃ সদেরা সুজন

নাগরিক শোকসভার ব্যানারে শোকাহত মন্ট্রিয়ল প্রবাসীরা এর আয়োজন করে। সভায় আলোচকরা প্রয়াতের জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। তাঁরা বলেন, পারিবারিক জীবনে স্ত্রী, সন্তান নিয়ে একজন সফল ও সুখি মানুষ ছিলেন তিনি। এই প্রবাসে তিনি তাঁর সন্তানদের উচ্চশিক্ষায় শিক্ষিত করেছেন, একই সাথে তিনি তাঁর এলাকার ছেলেমেয়েরাও যাতে একইভাবে শিক্ষিত হতে পারে সেজন্যে সেখানে কলেজ প্রতিষ্ঠা করেছেন। ‘মাতৃভূমি’ নামে ঢাকা থেকে একটি দৈনিক পত্রিকা প্রকাশ করেছেন। মা মাটি মানুষের টানে প্রায়ই দেশে যেতেন। দেশমাতৃকার প্রতি তাঁর ছিল অগাধ ভালোবাসা।
মন্ট্রিয়লে কাটানো মেজর (অবঃ) সুরঞ্জন দাশের প্রথম প্রবাসজীবনের নানা দিক নিয়ে তাঁর ঘনিষ্টরা স্মৃতিচারন করেন। সভাটি পরিচালনা করেন শ্রী প্রদীপ সরকার দোলন। সভার শুরুতে প্রয়াত সুরন্জন দম্পতি ও শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে একমিনিট নীরবতা পালন করা হয়। বিদেহী আত্মার সদগতি কামনায় শান্তি মন্ত্র পাঠ করেন পুরোহিত শ্রী রীতিশ চক্রবর্তী। আলোচনায় অন্যান্যের মধ্যে অংশ নেন, শ্রী রীতিশ চক্রবর্তী, শ্যামল দত্ত, মুক্তিযুদ্ধের গবেষক লেখক তাজুল মোহাম্মদ, সমর দেব, দীপক ধর অপু, বিশিষ্ট মুক্তিযোদ্ধা গোলাম মহিবুর রহমান, বিশিষ্ট মুক্তিযোদ্ধা রাজ্জাক হাওলাদার, দিলীপ কর্মকার, বিদ্যুৎ ভৌমিক, শামীম ওয়াহিদ, শক্তিব্রত হালদার মানু, সরোজ কুমার দাশ ও বরুন বণিক প্রমুখ।
সভার স্থান ও আপ্যায়ণে ফ্রি ব্যবস্থাপনার জন্যে রেস্টুরেন্ট ক্যাফে বেনেটিকতায়ের স্বত্বাধিকারী সুদীপ্ত পুরকায়স্থের প্রতি ধন্যবাদ জানান সভার উদ্যোক্তারা।
উল্লেখ্য, গত ৫ আগস্ট নিজ শহর ভ্যাংকুবারে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মেজর (অবঃ) সুরঞ্জন  সস্ত্রীক মৃত্যুবরণ করেন।

Share on facebook
Share on twitter
Share on linkedin

আরো পড়ুন

সর্বশেষ খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১