বার্মিংহামে বাংলাদেশি রেস্টুরেন্টে ৫০ হাজার পাউন্ড বিল দিলেন জনি ডেপ

Share on facebook
Share on twitter
Share on linkedin

জুয়েল রাজ: 

সাবেক স্ত্রীর সাথে মামলা জিতে, ৫০ হাজার পাউন্ডে  ( বাংলাদেশি টাকায় অর্ধিকোটির উপড়ে) পুরো  রেস্তোরাঁ  বুকিং দিয়ে  বাংলাদেশি খাবার দিয়েই   উদযাপন করলেন জনি ডেপ।

সারা বিশ্বে আলোড়ন সৃষ্টিকারী  মানহানির মামলায় প্রাক্তন স্ত্রী অ্যাম্বার হার্ডের বিরুদ্ধে অভিনেতা জনি ডেপের  জয়ের পরে, জনি ডেপ এবং তাঁর বন্ধু গিটারিস্ট   জেফ বেক ব্রিটেনের বার্মিংহামের একটি  বাংলাদেশি মালিকানাধীন   রেস্তোরাঁয়  বাংলাদেশি খাবার দিয়েই  উদযাপন করলেন সেই   জয়।

“বানারসি বার্মিংহাম ” নামক   রেস্তোরাঁয় তারা গত রবিবার নৈশভোজের  জন্য পুরো রেস্তোরাঁ বরাদ্ধ  করে ছিলেন।  ফলে  রেস্তোরাঁয়  আর কোন ক্রেতা প্রবেশ করতে পারেন নি। মূলত সোমবার  বার্মিংহামের সিম্পনি হলে  ক্যারাবিয়ান তারকা বেকের একটি সাথে  কনসার্টে  অংশ নিতেই সেখানে গিয়েছেন তাঁরা। ইতোমধ্যে গেটসহেড এবং রয়্যাল আলবার্ট  হলে  এই জুটির দুটি অনুষ্ঠান   হয়ে গেছে।
বারাণসীর  অপারেশন ম্যানেজার মোহাম্মদ  হোসেন  গণমাধ্যমকে জানিয়েছেন যে, ডেপের  নিরাপত্তা দল রবিবার হলের নিরাপত্তার জন্য চারপাশ দেখতে ফোন করেছিল এবং পরে পুরো রেস্তোরাঁই সন্ধ্যার জন্য বুক করে নেয়।
সেখানে চিকেন টিক্কা শাসলিক, ভেজিটেবল সমুসা, এবং একটি চিংড়ির স্টার্টার  আইটেম  নিয়েছেন। ডেপ এবং বেক তাঁদের ক্রু সহ প্রায় ২৪ জন সেই  নৈশভোজে  যোগ দিয়েছিলেন বলে জানিয়েছন তিনি।
মোহাম্মদ  হোসেন জানান, জনি ডেপ খুবই নম্র এবং অমায়িক ছিলেন, সবার সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন।

তিনি বলেন  যে তার তিন কন্যা ও এই  তারকার সাথে দেখা করেছিল এবং তাঁর সিনেমা থেকে কয়েক লাইন শুনিয়েছে তাঁদের, যা তাঁদের জীবনে চিরস্মরণীয়  হয়ে থাকবে। এবং কিছু কর্মী সাম্প্রতিক আদালতের মামলা সম্পর্কে জিজ্ঞাসা করছিল কিন্তু তিনি কেবল হাসছিলেন – এটি স্বস্তির হাসি ছিল।
তিনি জানান জনি ডেপ ও জন বেক বিলের দিকে তাকায়নি।  বিশাল রেস্তোরাটি তাঁরা ভাড়া নিয়ে নেয়। এবং কর্মচারীদের জন্য  বেশ বড় অংকের বকশিষ ও রেখে গেছে।
গণমাধ্যমের দেয়া তথ্যমতে  ৫০ হাজার পাউন্ড বাংলাদেশি টাকায় অর্ধকোটি টাকা বিল পরিশোধ  করেছেন জনি ডেপ।

Share on facebook
Share on twitter
Share on linkedin

আরো পড়ুন

সর্বশেষ খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১