বাংলাদেশের  গণতন্ত্র হত্যার জন্য দায়ী ভারত – ডাঃ জাফর উল্লাহ চৌধুরী 

Share on facebook
Share on twitter
Share on linkedin

ব্রিটেনের রাণীর হস্তক্ষেপের আবেদন

ব্রিকলেন নিউজঃ গতকাল ২৯ মার্চ লন্ডনে প্রবাসী মুক্তিযোদ্ধা ও সংগঠকদের দেয়া একটি সংবর্ধনা অনুষ্ঠানে বলেন, ভারতের হিন্দুত্ববাদী সরকার বাংলাদেশের গণতন্ত্র হত্যার জন্য দায়ী। জাফর উল্লাহ চৌধুরী বলেন আমি ব্রিটেনের রানীর কাছে আবেদন জানিয়েছি, বাংলাদেশের গণতন্ত্র  রক্ষায় কমনওয়েলথ  এর প্রধান হিসাবে যেন তিনি ভূমিকা রাখেন। এবং ভারত কে সংযত হতে বলেন। তিনি এই বিষয়ে লিখিত আবেদন জানিয়েছেন বলে ও উল্লেখ করেন।
ডাঃ  জাফর উল্লাহ  মুক্তিযুদ্ধে প্রবাসীদের সর্বাত্মক সহযোগীতাকে সম্মান জানিয়ে তাদের সবাইকে  সম্মান জানানোর দাবী জানান সরকারের নিকট। তিনি বলেন ব্রিটেন প্রবাসীরা সেই সময় ভূমিকা না রাখলে ১৯৭২ সালে বঙ্গবন্ধু  জীবিত বাংলাদেশে ফিরতে পারতেন না। জাফর উল্লাহ চৌধুরী  বলন, সেই সময়ের আরেক মানুষ বিচারপতি আবু সাঈদ চৌধুরীর অবদনা কে আমরা সরকারী ভাবে সম্মান করি না। তার মৃত্যুদিন জন্মদিন পালন হয়না৷ তেমনি উসমানীর ক্ষেত্রেও একই অবস্থা বলে উল্লেখ করেন। তিনি বলেন  ১ লাখ ৪৫ হাজার বাঙালি ছিলেন সেই সময়ে ব্রিটেনে,  তারা সবাই সে সময় মিছিল মিটিংয়ে সরব ছিলেন। তাদের কষ্টার্জিত  বেতনের পয়সা মুক্তিযুদ্ধের  তহবিলে জমা দিতেন। তাদের প্রত্যেক কে  স্বীকৃতি  দেয়া উচিত।  অন্য এক বক্তব্যে বাংলাদেশে  দ্রবমূল্যে বৃদ্ধির সমালোচনা করে, দেশে  রেশন  ব্যবস্থা চালুর ও দাবী জানান। তিনি বলেন আর্মি, পুলিশ কে রেশন দিতে পারলে বাংলাদেশের দুই কোটি নিম্ন আয়ের পরিবারের জন্য কেন রেশন ব্যবস্থা চালু করা যাবে না।  ব্রিটেনে ও রেশন ব্যবস্থা চালু ছিল বলে তিনি স্মরণ করিয়ে দেন।
উল্লেখ্য ভয়েজ ফর  গ্লোবাল বাংলাদেশিজ এর  আয়োজনে,  স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে  ১০০ প্রবাসী মুক্তিযোদ্ধা সংগঠককে, দেয়া এনআর বি সম্মাননা অনুষ্ঠানে যোগ দিতে স্বপরিবারে  লন্ডন সফরে এসেছেন ডাঃ জাফর উল্লাহ চৌধুরী।
Share on facebook
Share on twitter
Share on linkedin

আরো পড়ুন

সর্বশেষ খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১