সিংহাসনে আরোহণের ৭০ বছর
জুয়েল রাজ-
রাণী দ্বিতীয় এলিজাবেথ, পুরো নাম, এলিজাবেথ আলেকজান্দ্রা মেরি উইন্ডসর। ১৯২৬ সালের ২১শে এপ্রিল লন্ডনে জন্মগ্রহণ করেন। পিতা ৬ষ্ট জর্জের মৃত্যুর পর মাত্র ২৬ বছর বয়সে ১৯৫২ সালের ৬ ফেব্রুয়ারী সিংহাসনে আরোহণ করেন। রাজ্যাভিষেক হয় ২ জুন ১৯৫৩ সালে।
দীর্ঘ ৭০ বছর পৃথিবীব্যাপী নানা পরিবর্তন ঘটে গেছে, কালীর স্বাক্ষী হিসাবে ক্ষমতার শীর্ষ থেকে অবলোকন করেছেন তিনি।সিংহাসনে আরোহণের ৭০ বছর প্লাটিনাম জুবলী উদযাপন করছে ব্রিটেন সহ কমনওয়েলথ ভুক্ত বিভিন্ন দেশ। ব্রিটেনের পাশাপাশি অফিসিয়ালি কানাডা, অষ্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকায়ও থাকে মানা হয়ে থাকে।

তিনি সবচেয়ে দীর্ঘজীবী এবং সবচেয়ে দীর্ঘকাল ধরে শাসনকারী ব্রিটিশ রাজ্যশাসক। তিনি বিশ্বের ইতিহাসের দীর্ঘতম শাসনকারী নারী রাষ্ট্রপ্রধান এবং বিশ্বের সবচেয়ে বয়স্ক জীবিত রাজ্যশাসক, বর্তমানে জীবিত রাজা-রাণীদের মধ্যে সর্বাধিক দীর্ঘকালীন ধরে শাসনকারী রাজ্যশাসক এবং বর্তমান রাষ্ট্রপ্রধানদের মধ্যে সর্বাধিক প্রবীণ ও দীর্ঘকালীন রাষ্ট্রপ্রধান।
রানী এলিজাবেথর ডাকনাম ছিল “লিলিবেট” রাজকন্যা ১৯৪৭ সালে দক্ষিণ আফ্রিকায় তাঁর বাবা-মায়ের সাথে প্রথম বিদেশ সফরে গিয়েছিলেন। এই সফরকালে, তার একবিংশ জন্মদিনে ব্রিটিশ কমনওয়েলথকে একটি সম্প্রচারে, তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন:”আমি আপনাদের সামনে ঘোষণা করছি যে আমার পুরো জীবন, এটি দীর্ঘ বা সংক্ষিপ্ত হোক না কেন, আপনাদের সেবায় এবং আমাদের মহান রাজকীয় পরিবারের সেবার প্রতি নিবেদিত হবে, যাতে আমরা প্রত্যেকেই অন্তর্ভুক্ত। তিনি তাঁর কথা রেখেছেন।
প্লাটিনাম জুবিলী বা কুইন জুবিলী উপলক্ষে পুরো ব্রিটেন মেতেছে উদযাপনে। চার দিনের সাধারণ ছুটি ঘোষিত হয়েছে যুক্তরাজ্য জুড়ে। বর্ণিল সাজ আর নানা রকম রাজকীয় অনুষ্ঠানে সাজানো হয়েছে ৪ দিনের উৎসব।
আজ ২ জুন সকাল ১১টায় শুরু হবে ‘ট্রুপিং দ্য কালার’ । সেই প্যারেডে পা মেলানোর কথা রয়েছে ১৪০০ চৌকশ সেনা। সঙ্গী হবেন ৪০০ জন সঙ্গীতশিল্পী এবং বাদ্যযন্ত্রী। পা মেলাবে ২০০টি রাজকীয় ঘোড়া।
বাকিংহাম প্রাসাদ থেকে শুরু হওয়া সেই মিছিলে ঘোড়ার গাড়িতে চড়ে যোগ দেবেন রাজপরিবারের সদস্যরা। প্যারেড শেষে রয়েছে রয়্যাল এয়ার ফোর্সের ফ্লাই-পাস্ট। যা বাকিংহামের বারান্দা থেকেই উপভোগ করবে রাজপরিবার।
সাধারণ মানুষ মনে করছেন, এই উৎসব তাঁদের জন্য একটি সুযোগ, রানীকে ধন্যবাদ জানানোর, যিনি ৭০ বছর ধরে সেবা দিয়ে যাচ্ছেন।