বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে সাজানো রায় প্রত্যাখ্যান করে যুক্তরাজ্য বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের শতাধিক আইনজীবীর বিবৃতি।
১৭ নভেম্বর, সোমবার যুক্তরাজ্য বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের প্রেসিডেন্ট ব্যারিস্টার মনিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার সঞ্জয় কুমার রায়ের পাঠানো এক বিবৃতিতে স্বাক্ষরকারী আরও ১৪০ জন আইনজীবী বলেন, “আমরা গভীর ক্ষোভ ও দুঃখের সাথে লক্ষ্য করছি যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী এবং মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা সংগ্রামে নেতৃত্বদানকারী সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে যে রায় ঘোষণা করেছে, তা সম্পূর্ণ প্রহসনমূলক, অগ্রহণযোগ্য এবং সাজানো নাটকের মতো। স্বৈরাচারী, পক্ষপাতদুষ্ট ও ন্যায়বিচারবিরোধী আচরণের মাধ্যমে মিথ্যা সাক্ষ্য ও প্রমাণ গ্রহণের কারণে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এখন ‘ক্যাঙারু কোর্ট’-এ পরিণত হয়েছে।”
বিবৃতিতে আরও বলা হয়, বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত এবং স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত বাংলাদেশের কোটি মানুষ এ পূর্বনির্ধারিত রায়কে ইতোমধ্যেই প্রত্যাখ্যান করেছে। তারা উল্লেখ করেন, শেখ হাসিনার বিরুদ্ধে এই রায় বিদ্বেষমূলক ও ষড়যন্ত্রপ্রসূত। পাশাপাশি তারা গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, ড. মুহাম্মদ ইউনুস এই রায়ের মাধ্যমে জাতিকে বিভক্ত করে দেশের শান্তি ও সমৃদ্ধি নষ্ট করতে চাচ্ছেন।
আইনজীবীরা আরও জানান, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী ব্যারিস্টার, সলিসিটর এবং আইনজীবী সমাজ বাংলাদেশের সাধারণ মানুষের সঙ্গে সংহতি প্রকাশ করছে এবং এই “ক্যাঙারু কোর্ট”-এর প্রহসনমূলক রায়কে ঘৃণাভরে প্রত্যাখ্যান করছে।
শেখ হাসিনার বিরুদ্ধে সাজানো রায় প্রত্যাখ্যান করে যুক্তরাজ্য বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের শতাধিক আইনজীবীর বিবৃতি
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on facebook
Share on twitter
Share on linkedin



