লন্ডন বাংলা প্রেস ক্লাব সদস্যদের ভার্চুয়াল প্রতিবাদ ও সংহতি সমাবেশ অনুষ্ঠিত

Share on facebook
Share on twitter
Share on linkedin

ব্রিকলেন নিউজঃ

লন্ডন বাংলা প্রেস ক্লাবের ১২ জন সদস্যের সদস্যপদ নবায়ন না করা এবং ৪ জন সদস্যের সদস্যপদ সম্পর্কিত সিদ্ধান্ত চূড়ান্ত না করে সেগুলো স্থগিত রাখার প্রতিবাদে এবং এই সদস্যদের সাথে পূর্ণ সংহতি প্রকাশের লক্ষ্যে প্রেস ক্লাব সদস্যদের এক ভার্চুয়াল প্রতিবাদ ও সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে গত ২৫ ডিসেম্বর (২০২১) শনিবার রাতে। এতে সভাপতিত্ব করেন লন্ডন বাংলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি সৈয়দ নাহাস পাশা। ভার্চুয়াল সভায় লন্ডন বাংলা প্রেস ক্লাবের বর্তমান ও সাবেক সদস্যবৃন্দ গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।

সমাবেশে অংশগ্রহণকারীরা ক্লাবের দীর্ঘ দিনের এই সদস্যদের সদস্যপদ নবায়ন না করায় নির্বাহি কমিটির পদক্ষেপের তীব্র নিন্দা করেন এবং একে ‘উদ্দেশ্যপ্রণোদিত‘ বলে আখ্যায়িত করেন। কোভিড-১৯-এর ভয়াবহ বিপর্যয়কাল অতিক্রান্ত হতে না হতেই ক্লাবের দীর্ঘ দিনের সদস্যদের প্রকারান্তরে ‘বহিষ্কারের‘ এই পদক্ষেপ শতাব্দীকালের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর বৈশ্বিক বিপর্যয়ের এই সময়ে স্বাভাবিক ও প্রত্যাশিত মানবিকতা ও সংবেদনশীলতা সমুন্নত রাখেনি বলেও তাঁরা মত প্রকাশ করেন। ক্লাবে ‘বিভাজন‘ সৃষ্টির এই চেষ্টা ‘নজিরবিহীন‘ বলে উল্লেখ করে তাঁরা বলেন, সিকি শতাব্দীরও বেশি সময় ধরে ক্লাবে বিরাজমান সুষম ও ভারসাম্যমূলক পরিবেশ এ কারণে বিঘ্নিত হয়েছে, যা এদেশে মিডিয়া কর্মীদের পেশাগত ঐক্য হুমকির মুখে ঠেলে দিয়েছে এবং আমাদের কমিউনিটি-কাঠামোর ভিত্তিমূলে আঘাত হেনেছে।এই প্রতিবাদ ও সংহতি সমাবেশে সর্বসম্মতভাবে কয়েকটি কর্মসূচি পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

Share on facebook
Share on twitter
Share on linkedin

আরো পড়ুন

সর্বশেষ খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১