ব্রিকলেন নিউজঃ
যুক্তরাজ্যের, লন্ডনে আবারো অনুষ্ঠিত হতে যাচ্ছে সিলেট উৎসব, প্রথম সিলেট উৎসবের বিশাল সাফল্যের ধারাবাহিকতায়, সিলেট উৎসব ইউকে’র আয়োজকগণ দ্বিতীয় বারের মত সিলেট উৎসবের আয়োজন করতে যাচ্ছেন বলে জানিয়েছেন।

সিলেট উৎসব ইউকে, কমিটির পক্ষে, সভাপতি আনসার আহামেদ উল্লাহ ও সহ সভাপতি জামাল আহামেদ খান জানান, করোনার কারণে বিগত দিনে প্রস্তুতি এবং ইচ্ছা থাকার পরেও সিলেট উৎসব আয়োজন করা সম্ভব হয়নি।

তাই চলতি বছর, আগামী অক্টোবর মাসে আমরা সিলেট উৎসবের আয়োজন করার প্রস্তুতি নিয়েছি। সংবাদ সম্মেলনের মাধ্যমে নির্দিষ্ট দিন তারিখ জানানো হবে বলে ও জানান।