যুক্তরাজ্যে নিষিদ্ধ হতে পারেন এনায়েত উল্লাহ আব্বাসী!  

Share on facebook
Share on twitter
Share on linkedin
  • জুয়েল রাজ
দেলোয়ার হোসেন সাঈদি, জাকির নায়েক,  মিজানুর রহমান আজহারীর  পর এবার যুক্তরাজ্যে নিষিদ্ধ হতে পারেন ড: এনায়েত উল্লাহ আব্বাসী।
যুক্তরাজ্য ভিত্তিক বাংলা টেলিভিশন চ্যানেল আই অন টিভির আমন্ত্রণে  ইসলামী কনফারেন্সে যোগ দিতে বর্তমানে লন্ডনে অবস্থা করছেন ইসলামী বক্তা ড: এনায়েত উল্লাহ আব্বাসী। আব্বাসীর যুক্তরাজ্য সফরকে নিয়ে হঠাৎ করেই ব্রিটেনের  একটি মূলধারার গণমাধ্যমে তাকে নিষিদ্ধ করার দাবী উত্থাপিত হয়েছে।
জিবি নিউজ নামের টেলিভিশন চ্যানেলে সাবেক ইউকিপ নেতা ও ব্রিটেনের ব্রেক্সিটের বহুল আলোচিত নাম নাইজেল ফারাজ,  তার অনুষ্ঠানে বিষয়টি সামনে নিয়ে আসেন। সেখানে তালেবান নেতা  ওসামা বিন লাদেন, মোল্লা ওমরের পক্ষে  এনায়াত উল্লাহ আব্বাসীর বক্তব্য তুলে ধরে, আব্বাসীকে ব্রিটেনে প্রবেশের অনুমতি দেয়ার জন্য হোম অফিসের কঠোর সমালোচনা  করেন,  চার্লি পিটার  নামের যে সাংবাদিক এই অনুসন্ধানী প্রতিবেদনটি তৈরী করেন, তাঁকে ও সেখাবে আমন্ত্রণ জানানো হয়। চার্লি সেখানে উল্লেখ করেন, আব্বাসী কিভাবে তার বক্তব্যে  ব্রিটেনের রানী কে শয়তান বলে সম্বোধন করেছেন, এবং ভীন্ন ধর্ম সম্পর্কে তিনি বিষোদগার করেছেন।
চার্লি বলেন, তারা  আয়োজক টেলিভিশন চ্যানেল  আই ওন টিভি ও বার্মিংহামের   হলের মালিকের সাথে যোগাযোগ  করেছেন।  টেলিভিশন কতৃপক্ষ ও হল কতৃপক্ষ  দুজনই জিভি টিভিকে জানিয়েছে এনায়েত উল্লা আব্বাসীর ঘৃণা ছড়ানো ওয়াজ সম্পর্কে তাদের কোন ধারণা নাই।তারা অবগত নন।
সেখানে তিনি  উল্লেখ করেন,  বিগত দিনে জাকির নায়েক, মিজানুর রহমান আজহারীকে যুক্তরাজ্যে নিষিদ্ধ করা হয়েছে, সেখানে এনায়েত উল্লাহ আব্বাসীর মত বক্তা প্রবেশ করার সুযোগ পায় কিভাবে?
জিবি নিউজে এই প্রতিবেদন প্রচারিত হওয়াতে,  বাঙালি কমিউনিটিতে ও আলোচনা শুরু হয়েছে। গতকাল ২০ জুন বার্মিংহামে প্রথম অনুষ্ঠান চলাকালীন সময়েই জিবি নিউজের  অনুষ্ঠানটি প্রচারিত হয়৷  অনুষ্ঠানে অংশগ্রহণ কারী একজন জানান সন্ধ্যা ৬ টার পরিবর্তে রাত ৯ টায় আব্বাসী অনুষ্ঠান স্থলে আসেন।  এবং এর আগে মিডল্যান্ড পুলিশের একটি দল সেখানে গিয়ে  অনেকের সাথে কথা বলে, ফলে অনেক দর্শক অনুষ্ঠান স্থান ত্যাগ করেন বলে জানা গেছে। ভারতীয় একটি  পোর্টালে ও এ নিয়ে সংবাদ প্রচারিত হয়েছে, সেখানে উল্লেখ করা হয়,
 বাংলাদেশী ইসলামপন্থী আলেম, যিনি আহমদিয়াদের হত্যা করতে চান, হিন্দুদের জমি দখল করতে চান, ভারত আক্রমণ করতে চান, এখন যুক্তরাজ্যে উগ্রবাদ ছড়াচ্ছে শিরোনামে সেই লেখায় এনায়েত উল্লাহ’র নানা বিতর্কিত বক্তব্যের ভিডিও সহ প্রচার করা হয়েছে।
লন্ডন  সহ ব্রিটেনের অন্যান্য শহরে আয়োজিত অনুষ্ঠান বাতিল করে,আব্বাসীজে নিষিদ্ধ কিরার দাবী জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ও লেখালেখি হচ্ছে। উল্লেখ্য আজ ২২ জুন  বৃ্হস্পতিবার লন্ডনের রয়েল রিজেন্সি হলে ঘোষিত  অনুষ্ঠানটি নিউহ্যাম কাউন্সিল কতৃপক্ষ  বাতিল করে দিয়েছেন, বলে নিশ্চিত করেছেন। অন্যদিকে আই অন টিভি তাদের এক বিশেষ ঘোষণায় জানিয়েছে নিরাপত্তা জনিত কারণে অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছে।  আয়োজক আতাউল্লাহ ফারুকের সাথে ফোনে যোগাযোগের  চেষ্টা করলে ও তিনি ফোন ধরেন নি। 
Share on facebook
Share on twitter
Share on linkedin

আরো পড়ুন

সর্বশেষ খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১