জাতীয় শোকদিবসে জাতির জনকের প্রতি প্রবাসী সাংবাদিকদের শোক প্রকাশ

Share on facebook
Share on twitter
Share on linkedin

ব্রিকলেন নিউজ-

জাতীয় শোক দিবসে ১৫ আগস্ট শুক্রবার বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন লন্ডনের সাংবাদিকবৃন্দ। বীর  মুক্তিযোদ্ধা, প্রবীন সাংবাদিক ও সত‍্যবাণীর উপদেষ্টা সম্পাদক আবু মুসা হাসানের নেতৃত্বে  সাংবাদিকরা এই শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন । এসময় অন‍্যান‍্যের মধ‍্যে ছিলেন, প্রখ‍্যাত সংগীত শিল্পী, বীর মুক্তিযোদ্ধা হিমাংশু গোস্বামী, সাংবাদিক সৈয়দ আনাস পাশা, সাংবাদিক ড. আনসার আহমেদ উল্লা, সাপ্তাহিক জনমত পত্রিকার যুগ্ম সম্পাদক  মুসলেহ উদ্দিন আহমেদ, এটিএন বাংলার হেড অব নিউজ সাঈম চৌধুরী, সাপ্তাহিক ব্রিকলেন নিউজের সম্পাদক জুয়েল রাজ, স্বদেশ বিদেশ এর সম্পাদক বাতিরুল হক সর্দার, প্রথম আলো উত্তর আমেরিকা প্রতিনিধি আজিজুল আম্বিয়া ও ব্রিজবাংলা নিউজের সম্পাদক শাহ মোস্তাফিজুর রহমান বেলাল ,টাওয়ার হ্যামলেটস ভয়েজ এর   সম্পাদক সুয়েজ মিয়া।

পূর্ব লন্ডনের কেন্দ্রীয় শহীদ মিনার ও সিডনি ষ্ট্রীটের বঙবন্ধুর ভাষ্কর্যে দুই দফায় শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়া ব‍্যক্ত করে প্রবীন মুক্তিযোদ্ধা সাংবাদিক আবু মুসা হাসান বলেন, একাত্তর, বঙ্গবন্ধু ও জয় বাংলা এই তিনটি বিষয়ে বাঙালি কোন ছাড় দেবেনা, কোন আপোষ নয়।একাত্তরের মহান মুক্তিযুদ্ধই বাংলাদেশ সৃষ্টি করেছে, সেটি অস্বীকার করা মানে বাংলাদেশকে অস্বীকার করা। জয় বাংলা মুক্তিযুদ্ধে আমাদের সাহস ও শক্তির উৎস। আর বঙ্গবন্ধু না থাকলেতো বাংলাদেশই থাকেনা। সুতরাং এই তিনটি বিষয়ে কোন আপোষ নেই।শ্রদ্ধা প্রদর্শনের সময় শিল্পী হিমাংশু গোস্বামীর নেতৃত্বে বঙ্গবন্ধুকে নিয়ে গণসঙ্গীতও পরিবেশন করেন উপস্থিত সাংবাদিকরা।

Share on facebook
Share on twitter
Share on linkedin

আরো পড়ুন

সর্বশেষ খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১