গাজায় স্থায়ী শান্তির দাবিতে লন্ডনে হাজারো মানুষের সমাবেশ

Share on facebook
Share on twitter
Share on linkedin

 

আনসার আহমেদ উল্লাহ

 

লন্ডন, ১১ অক্টোবর ২০২৫: ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকরহওয়ার একদিন পর শনিবার লন্ডনের কেন্দ্রস্থলে হাজার হাজার মানুষ“গাজায় স্থায়ী শান্তি”র দাবিতে বিক্ষোভে অংশ নেন।

প্যালেস্টাইন সলিডারিটি ক্যাম্পেইন (PSC) আয়োজিত এই বিক্ষোভ মিছিলভিক্টোরিয়া এমব্যাঙ্কমেন্ট থেকে শুরু হয়ে হোয়াইটহল পর্যন্ত গিয়েছিল।মিছিলটি গাজায় যুদ্ধের দুই বছর পূর্তি উপলক্ষে আয়োজিত হয়।আয়োজকরা এটিকে “দুই বছরের গণহত্যা” বলে উল্লেখ করেন এবং বলেন, যুদ্ধবিরতি হলেও যুক্তরাজ্য সরকারের ওপর চাপ বজায় রাখা জরুরি।“যুদ্ধবিরতি হলেও পরিস্থিতি বদলায়নি। এখন আরও বেশি করে আমাদেরযুক্তরাজ্য সরকারকে চাপ দিতে হবে, যেন ইসরায়েল তার গণহত্যা, দখলদারিত্ব ও বর্ণবৈষম্যমূলক শাসন বন্ধ করে,” আয়োজকদের পক্ষ থেকেবলা হয়।

PSC-এর এক বিবৃতিতে বলা হয়, লন্ডনের এই মিছিল প্যালেস্টাইনেরজনগণের সঙ্গে সংহতি প্রকাশ করছে, “যেখানে গণহত্যায় ৬৭,০০০-এরওবেশি মানুষ নিহত হয়েছেন, যার মধ্যে ১৮,০০০ শিশু। গাজার অবকাঠামোধ্বংস হয়ে গেছে, ৯০% ঘরবাড়ি ধ্বংস, কোনো হাসপাতাল পুরোপুরি সচল নয়, আর লক্ষাধিক মানুষ অনাহারের মুখে।”

যুদ্ধবিরতির খবরে অংশগ্রহণকারীরা স্বস্তি প্রকাশ করলেও, অনেকেই আশঙ্কাপ্রকাশ করেন যে এটি টিকবে না। আয়োজকরা বলেন, অতীতের অভিজ্ঞতায়দেখা গেছে ইসরায়েল প্রতিটি যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে এবং পশ্চিমাদেশগুলো, বিশেষত যুক্তরাজ্য, তাদের এতে সহায়তা করেছে।

“এই কারণেই আমাদের মিছিল চালিয়ে যেতে হবে যাতে আমাদের সরকারইসরায়েলের গণহত্যা, দখল ও বর্ণবৈষম্যের সহযোগিতা বন্ধ করে,” বলেনআয়োজকরা।

 

নূরুদ্দিন আহমেদ, লন্ডনভিত্তিক সংগঠন বেঙ্গলিজ ফর প্যালেস্টাইন(BfP)-এর প্রতিনিধি, বলেন, “এই সংগ্রাম ন্যায়বিচার ও প্যালেস্টাইনেরজনগণের অধিকার অর্জনের সংগ্রাম। আমাদের কেউই মুক্ত নই, যতক্ষণ নাপ্যালেস্টাইনের জনগণ মুক্ত হয়েছেন ।” তার সহকর্মী রাজনউদ্দিন জালালযোগ করেন, “এই কারণেই আমরা আবারও, শত-সহস্র মানুষ নিয়ে, লন্ডনেমিছিল করছি।”

বিক্ষোভে আরও উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর শহিদ আলী, সৈফুলআলম, আহমেদ ফকর কামাল, শফিক আহমেদ, আলা মিয়া আজাদ বকথচৌধুরী এবং হুসাইন আহমেদ হীরা। এক যৌথ বিবৃতিতে তারা বলেন, “এটিএমন একটি আন্দোলন, যা এই দেশসহ সারা বিশ্বের কোটি মানুষের সমর্থনেচলছে — যারা প্যালেস্টাইনের স্বাধীনতা ও ন্যায়বিচার চায়।”

প্যালেস্টাইন সলিডারিটি ক্যাম্পেইন (PSC)-এর বেন জামাল বলেন, “গতদুই বছরে আমরা দেখেছি, ইসরায়েল নির্দ্বিধায় গণহত্যা চালিয়েছে, যুক্তরাজ্যের ধারাবাহিক সরকারগুলোর রাজনৈতিক ও সামরিক সহায়তায়।”

Share on facebook
Share on twitter
Share on linkedin

আরো পড়ুন

সর্বশেষ খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১