প্রেস বিজ্ঞপ্তি:
১৯৭৫-এর ১৫ আগস্ট বাংলাদেশের ইতিহাসের একটি কলঙ্কজন অধ্যায়। ঐ দিনে বঙ্গবন্ধুর হত্যা ছিল একটি মেটিকুলাস ডিজাইন। যে মেটিকুলাস ডিজাইন আজো বাংলাদেশ ও বাঙালী জাতির পিছনে লেগে আছে। কিন্ত আমরা বিশ্বাস করি বীর বাঙ্গালী অতীতের মত সব সময় এসব ষড়যন্ত্র কারী ও স্বাধীনতা বিরোধীদের প্রতিহত করে মুক্তিযুদ্ধের পতাকা উড্ডীন রাখবেই। কথাগুলো বলছিলেন হৃদয়ে ৭১-এর আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা দেওয়ান গৌস সুলতান।

গত ৬ আগস্ট পূর্ব লন্ডনের আলতাব আলী পার্ক শহীদ মিনার প্রাঙ্গনে এক শোক সমাবেশে উপস্থিত সকলকে স্বাগত জানিয়ে তিনি বক্তব্য রাখছিলেন। বঙ্গবন্ধুর শাহাদতের অর্ধ শতাব্দী উপলক্ষ্যে মাসব্যাপী কর্মসূচী গ্রহণ করেছে হৃদয়ে ৭১ নামের প্রবাসী শিল্পী, সাহিত্যিক, সাংবাদিক, লেখক, পেশাজীবী, মুক্তিযোদ্ধা সহ সর্বস্তরের জনগণের এই সম্মিলিত কমিউনিটি মঞ্চ।
ঐ সমাবেশে ছিল মাসব্যাপী কাল ব্যাজ ধারন উদ্ভোধন, জারীগান, আবৃত্তি ও গণসঙ্গীত। জারীগান লেখেন কবি মুজিবুল হক মনি এবং পরিবেশন করেন অসীমা দে, বাবলু দে, শামসুদ্দিন, শহিদ আলী, ফজলে রাব্বি স্মরন, মিফাতুল নূর, ফারজানা আহমদ ও বিউটি শিল। জারীতে ১৫ আগস্টের হত্যাকাণ্ডের লোমহর্ষক বিবরণ ফুঁটে উঠে। দেশাত্ববোধক কবিতা আবৃত্তি করেন কবি মইনুর রহমান বাবুল, মিডিয়া ব্যক্তিত্ব উর্মী মাজহার, কবি দিলু নাসের ও কবি মুজিবুল হক মনি। গণসঙ্গীত পরিবেশনায় ছিলেন হিমাংশু গোস্বামী, ফারজানা আহমদ ও বিউটি শিল। উপস্থিত সকলে শিল্পীদের সাথে কন্ঠ মিলিয়ে এক ভিন্ন আবহ সৃষ্টি করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিপুল সংখ্যক প্রবাসী সহ বেশ কয়েকজন মুক্তিযোদ্ধা।
আহ্বায়ক গৌস সুলতান জানান মাসের কর্মসূচী হিসেবে প্রত্যেক শনিবারে প্রচারিত হচ্ছে বিশেষ টক শো। তা ছাড়াও আগামী ২৫ তারিখ সোমবার বিকালে মাইক্রো বিজনেস সেন্টারে অনুষ্ঠিত হবে এক বিশেষ আলোচনা সভা। এসব অনুষ্ঠানে যোগ দেবার জন্য এবং টক শো দেখার ও শেয়ার দেবার জন্য হৃদয়ে ৭১-এর সংগঠকরা কমিউনিটির সকলের প্রতি আহ্বান ও অনুরোধ জানিয়ছেন।