আব্দুল গাফফার চৌধুরীর স্মরণে লন্ডনে দোয়া ও মিলাদ মাহফিল

Share on facebook
Share on twitter
Share on linkedin

ব্রিকলেন  নিউজ:
অমর একুশের গান “আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমিকি ভুলিতে পারি” এর রচয়িতা, কিংবদন্তি সাংবাদিক কলামিষ্ট, “আব্দুল গাফফার চৌধুরী-র তৃতীয় মৃত্যু বার্ষিকীতে পূর্বলন্ডনের ব্রিকলেন জামে মসজিদে ১৯মে ২০২৫ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।আব্দুল গাফফার চৌধুরীর রেখে যাওয়া শোকাহত চার সন্তান অনুপম রেজা চৌধুরী, তানিমা চৌধুরী, চিন্ময়ী চৌধুরী ও ইন্দিরা চৌধুরী পিতার মৃত্যুবার্ষিকীতে তাঁর অনুরাগীদের সাথে নিয়ে এই স্মরণ সভার আয়জন করেন।লন্ডন সময় বাদ মাগরিব  ব্রিকলেন জামে মসজিদের খতিব মাওলানা নজরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত এই মাহফিলে কমিউনিটি ব্যক্তিত্ব,রাজনীতিবিদ, সাংবাদিক, কাউন্সিলার সহ বিপুল সংখ্যক ব্রিটিশ বাঙালি অংশ নেন।

এই মাহফিলে বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ওয়েলফেয়ারএ্যাসোসিয়েশন ও ব্রিকলেন মসজিদের প্রাক্তন সভাপতি শফিকুর রহমান চৌধুরী, রাজনীতিবিদ সৈয়দ সাজিদুর রহমান ফারুক, আ.স.ম. মিসবাহ সাদাত, আব্দুল আহাদ চৌধুরী, আনসার আহমেদ উল্লাহ, কমিউনিটি সংগঠক জামাল খান, শাহ বেলাল, সায়েদ আহমেদ সাদ, মোহাম্মদ মিরন, আহবাব আহমদ, মাহমুদ আলী, সৈয়দ গোলাব আলী, আব্দুল বাছির, ফজলে রাব্বি স্বরণ  সহ আরো অনেকে।

শফিকুর রহমান চৌধুরী বলেন বাঙালির  মনে যতো দিন “একুশ” থাকবে, বাঙালির  সংস্কৃতি যতদিন পৃথিবীর বুকে থাকবে, ততো দিন  “আব্দুলগাফফার চৌধুরী” কে চাইলেও ভুলতে পারবে না। আমরা চাই তিনি আমাদের অন্তরে বেচেঁ থাকুক হাজার বছর। সব শেষে তার সন্তানরা তাদের বাবার জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা  করে। এর পরে মসজিদের খতিব মাওলানা নজরুল ইসলাম এর পরিচালনায় দোয়া মাহফিল ও তার রুহের মাগফেরাত কামনা করে মহান শ্রষ্টার দরবারে বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করা হয়।

অমর একুশের গান “আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমিকি ভুলিতে পারি” এর রচয়িতা, কিংবদন্তি সাংবাদিক কলামিষ্ট, “আব্দুল গাফফার চৌধুরী-র তৃতীয় মৃত্যু বার্ষিকীতে পূর্বলন্ডনের ব্রিকলেন জামে মসজিদে ১৯মে ২০২৫ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।আব্দুল গাফফার চৌধুরীর রেখে যাওয়া শোকাহত চার সন্তান অনুপম রেজা চৌধুরী, তানিমা চৌধুরী, চিন্ময়ী চৌধুরী ও ইন্দিরা চৌধুরী পিতার মৃত্যুবার্ষিকীতে তাঁর অনুরাগীদের সাথে নিয়ে এই স্মরণ সভার আয়জন করেন।লন্ডন সময় বাদ মাগরিব  ব্রিকলেন জামে মসজিদের খতিব মাওলানা নজরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত এই মাহফিলে কমিউনিটি ব্যক্তিত্ব,রাজনীতিবিদ, সাংবাদিক, কাউন্সিলার সহ বিপুল সংখ্যক ব্রিটিশ বাঙালি অংশ নেন।

এই মাহফিলে বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ওয়েলফেয়ারএ্যাসোসিয়েশন ও ব্রিকলেন মসজিদের প্রাক্তন সভাপতি শফিকুর রহমান চৌধুরী, রাজনীতিবিদ সৈয়দ সাজিদুর রহমান ফারুক, আ.স.ম. মিসবাহ সাদাত, আব্দুল আহাদ চৌধুরী, আনসার আহমেদ উল্লাহ, কমিউনিটি সংগঠক জামাল খান, শাহ বেলাল, সায়েদ আহমেদ সাদ, মোহাম্মদ মিরন, আহবাব আহমদ, মাহমুদ আলী, সৈয়দ গোলাব আলী, আব্দুল বাছির, ফজলে রাব্বি স্বরণ  সহ আরো অনেকে।

শফিকুর রহমান চৌধুরী বলেন বাঙালির  মনে যতো দিন “একুশ” থাকবে, বাঙালির  সংস্কৃতি যতদিন পৃথিবীর বুকে থাকবে, ততো দিন  “আব্দুলগাফফার চৌধুরী” কে চাইলেও ভুলতে পারবে না। আমরা চাই তিনি আমাদের অন্তরে বেচেঁ থাকুক হাজার বছর। সব শেষে তার সন্তানরা তাদের বাবার জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা  করে। এর পরে মসজিদের খতিব মাওলানা নজরুল ইসলাম এর পরিচালনায় দোয়া মাহফিল ও তার রুহের মাগফেরাত কামনা করে মহান শ্রষ্টার দরবারে বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করা হয়।

Share on facebook
Share on twitter
Share on linkedin

আরো পড়ুন

সর্বশেষ খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১