ব্রিকলেন অনলাইন-
নেত্রকোণায় আওয়ামী লীগের ২৮ নেতাকর্মীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। রবিবার (১২ জানুয়ারি) নেত্রকোণার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এস এম রাজিবুল হাসানের আদালত এ আদেশ দেন।
১৫(৩) বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ তৎসহ ৩/৬ বিস্ফোরক আইনে মদন থানার ০৬(০৯)২৪ নং মামলার ২৮ জন আসামি আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে শুনানি শেষে বিজ্ঞ আদালত আসামিদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গত ৮ সেপ্টেম্বর মদন উপজেলার চানগাঁও গ্রামের মৃত আব্দুস ছোবানের ছেলে মো. শামসুল হক বাদী হয়ে ৩৯ জনকে আসামি করে মদন থানায় ০৬ (০৯)২৪ নং মামলা রুজু করলে আসামিরা মহামান্য হাইকোর্ট ৫৮৬১৮/২০২৪ ক্রি. মিছ মোকদ্দমায় অগ্রিম জামিনের আবেদন করলে মহামান্য হাইকোর্ট আসামিদের ৬ সপ্তাহের মধ্যে বিজ্ঞ আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন।
আসামিরা হলেন- মদন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র আব্দুল হান্নান শামীম, উপজেলা কৃষক লীগের সাবেক আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা ছদ্দু মিয়া, উপজেলা কৃষক লীগের সদস্য সচিব সেলিম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও কাইটাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাফায়েত উল্লাহ রয়েল, মদন ইউনিয়ন যুবলীগের সভাপতি ও মদন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খাইরুল ইসলাম, গোবিন্দ্রশী ইউনিয়নের চেয়ারম্যান মহিদুল ইসলাম মামুন, আল আমিন, জিয়াউল করিম, মিজানুর রহমান মিলন, আমির হামজা, আবুল কালাম আজাদ, এরশাদ তাং, বুলবুল মিয়া, আনোয়ার হোসেন, শফিকুল ইসলাম, গোলাম কিবরিয়া, মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক কোহিনুর, শহিদুল ইসলাম, শফিকুল ইসলাম আল আমিন, হাদিস মিয়া, এখলাস খা, নুর খা, সাত্তার মিয়া, রিয়াজ উদ্দিন, আনোয়ার হোসেন আনু, অকুল, রফিকুল ইসলাম।
আসামি পক্ষের আইনজীবী দিদারুল হক চৌধুরী বলেন, ২০২৪ সালের ৮ সেপ্টম্বর মদন থানায় দায়েরকৃত মামলায় ৩৯ জন আসামির মধ্যে ২৮ জন আসামিকে স্বেচ্ছায় আদালতে হাজির করে জামিন আবেদন করলে বিজ্ঞ আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠাতে নির্দেশ দেন।