অনলাইন-
রাজনৈতিক দলগুলোর বিদেশি শাখা দেশের ইমেজ ও ব্র্যান্ডিংয়ের ক্ষতি করছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। শনিবার (১১ জানুয়ারি) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে সেন্টার ফর এনআরবি আয়োজিত ‘ব্র্যান্ডিং বাংলাদেশ ওয়ার্ল্ড কনফারেন্স’ সিরিজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন তিনি।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত ও জাতীয় পার্টি পৃথিবীর সবচেয়ে বড় রাজনৈতিক দল। কারণ, পৃথিবীর কোনো দেশের কোনো রাজনৈতিক দলের এত শাখা ও কর্মী নেই। দেশের রাজনীতিতে এই দলগুলো যেমন প্রচণ্ড শত্রুভাবাপন্ন, তাদের বিদেশি শাখাগুলোও একইরকম শত্রুভাবাপন্ন। যা বিদেশে দেশের ইমেজ ও ব্র্যান্ডিংয়ের ক্ষতি করছে।
রাজনৈতিক অস্থিরতা দেখলে কেউ বিনিয়োগ করতে চায় না উল্লেখ করে তৌহিদ হোসেন বলেন, ক্ষমতার পালাবদলে তৈরি রাজনৈতিক অনিশ্চয়তায় বিদেশি ও প্রবাসী বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগে আস্থা হারাচ্ছেন। এমন পরিস্থিতি মোকাবিলায় দ্রুতই রোডম্যাপ দেয়া হবে।
তৌহিদ হোসেন বলেন, বিনিয়োগকারীরা নির্বাচনের রোডম্যাপ আসলে নিরাপদ বোধ করবেন। তাই অন্তর্বর্তী সরকার দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন দিতে চায়।
বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয়দের মিথ্যাচারের অভিযোগ তুলে তিনি বলেন, অধিকাংশ মিথ্যা তথ্যের ওপর ভিত্তি করে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে ভারতীয় গণমাধ্যম। আর সেটি ছড়িয়ে দিচ্ছে প্রবাসী ভারতীয়রা।