কালের কণ্ঠের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আজ বৃহস্পতিবার বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা ও কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন, কালের কণ্ঠের সম্পাদক ও জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ ও বিশিষ্ট সাংবাদিক শফিক রেহমানের হাত থেকে সেরা অনুসন্ধানী প্রতিবেদনের পুরস্কার গ্রহণ করেন হায়দার আলী।
২০০৯ সালে কালের কণ্ঠের নির্মাণ পর্যায়েই পত্রিকাটির সঙ্গে যুক্ত হন হায়দার আলী।
নিজের অনুসন্ধানী প্রতিবেদনগুলো নিয়ে ২০২৩ সালে প্রকাশিত হয় হায়দার আলীর বিশেষ গ্রন্থ ‘আমার অনুসন্ধান’। এই গ্রন্থে জুলুমবাজ, অর্থলোভী প্রশাসনিক কর্মকর্তা, আমলা, ব্যাংক লুটেরা, প্রতারক, সন্ত্রাসী, গডফাদার, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, এমনকি এমপি-মন্ত্রীদের অপকর্ম উন্মোচনকারী দুঃসাহসিক অনুসন্ধানী প্রতিবেদনগুলো স্থান পেয়েছে।