সরকার পতনের প্রায় দুই মাস পর খুলনায় হঠাৎ মিছিল করেছে খুলনা জেলা ছাত্রলীগ। মিছিল থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা, দেশব্যাপী বিএনপি-জামায়াতের হামলা, সন্ত্রাস, লুটপাট ও ধ্বংসযজ্ঞের প্রতিবাদ জানানো হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে নগরীর শহীদ পার্ক এলাকা থেকে কয়েকজন ছাত্রলীগকর্মী বিক্ষোভ মিছিল শুরু করেন। মিছিলটি আওয়ামী লীগ কার্যালয়, যশোর রোড, বাংলাদেশ ব্যাংক মোড় হয়ে সার্কিট হাউস মাঠে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে ছাত্রলীগ নেতারা বলেন, ‘দেশে কারো কোনো নিরাপত্তা নেই। ৫ আগস্টের পর দেশব্যাপী বিএনপি-জামায়াত দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের ঘরবাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান ও মন্দিরে হামলা ও লুটপাট করছে। তারা দুর্গাপূজাকে সামনে রেখে বিভিন্ন স্থানে মন্দিরে হামলা করে প্রতিমা ভাঙচুর ও পূজা বন্ধের হুমকি দিচ্ছে। তারা এ ধরনের হামলা ও সন্ত্রাসী র্কমকাণ্ড করে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার পাঁয়তারা করছে।
জেলা ছাত্রলীগের সদস্য ও কয়রা উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি সাইফুল ইসলাম সাইফের নেতৃত্বে কর্মসূচিতে অন্যান্যের মধ্যে অংশ নেন মো. আসাদুল, মো. ইমরান, রাব্বী হোসেন ও জয়শংকর।