হত্যা মামলায় সিলেটে আসামী হলেন যারা

Share on facebook
Share on twitter
Share on linkedin

অনলাইন-

বৈষাম্যবিরোধী ছাত্র আন্দোলনে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রুদ্র সেন নিহতের ঘটনায় মামলা হয়েছে। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সিলেটের তিন সংসদ সদস্য, পুলিশ কর্মকর্তাসহ ৭৬ জনের নামে সিলেটের আদালতে মামলা দায়ের করা হয়েছে। মামলায় অজ্ঞাত আরো দুই-তিনশ জনকে আসামি করা হয়েছে।

আজ সোমবার (১৯ আগস্ট) সকালে সিলেটের অতিরিক্ত চীফ ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শাবিপ্রবির সমন্বয়ক ও কোতায়ালী থানাধীন সুরমা আবাসিক এলাকার বাসিন্দা এবং হবিগঞ্জের মাধবপুর উপজেলার হরিতলা গ্রামের নুরুল হকের ছেলে আবিদুল ইসলাম (২৪)।

মামলায় প্রধান আসামি করা হয়েছে সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখকে (৫০)। এছাড়াও অতিরিক্ত উপ-কমিশনার (ক্রাইম উত্তর) মো. গোলাম সাদেক দস্তগীর কাউছার (৪০)। জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান (৪৫), ওসি তদন্ত আবুল খালেদ মো. মামুন (৪৫), সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, সিলেট-৩ আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব, শাবিপ্রবির সাবেক ভিসি ফরিদ উদ্দিন, সাবেক প্রো-ভিসি, কবির হোসেন, সাবেক প্রক্টর মো. কামরুজ্জামান, চৌধুরী, কলেজ ইন্সপেক্টর তাজিম উদ্দিন, মৌলভীবাজার-২ আসনের সাবেক সংসদ সদস্য শফিউল আলম চৌধুরী নাদেল, সুনামগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য রনজিত সরকার, সিলেট সিটি কর্পোরেশনের ২০নং ওয়ার্ডের কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, ৮নং ওয়ার্ডের কাউন্সিলর জগদীশ চন্দ্র দাস (৫৫), সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিধান কুমার সাহা (৫০), মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফতাব হোসেন খান (৫০), মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি (৪৫), জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহেল সিরাজ (৩০), সভাপতি নাজমুল ইসলাম (২৭), মহানগরের সভাপতি কিশোওয়ার জাহান সৌরভ (২৮), সাধারণ সম্পাদক নাইম আহমদ (৩৮), ৩২নং ওয়ার্ডের কাউন্সিলর রুহেল আহমদ, জেরা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সজল দাস অনিক, এসআই রেজওয়ান আহমদ (৩৫), কনস্টেবল রনি চন্দ্র রায় (৩০), এসআই নিহারেন্দু তালুকদার (৩৫), কনস্টেবল সুজিত সিংহ (৩৫), কনস্টেবল অপূর্ব সিংহ (৩২), কনস্টেবল প্রনজিৎ (৩৩), কনস্টেবল সুমন (২৬), শাবিপ্রবি ছাত্রলীগের সভাপতি খলিলুর রহমান (২৫), সাধারণ সম্পাদক সজিবুর রহমান (২৪), সহ-সভাপতি মামুন শাহ (২৮), যুগ্ম সম্পাদক সুমন মিয়া (২৪), সহ-সভাপতি ফারহান রুবেল (২৫), তায়েফ হোসেন (২৫), সাবেক শাবিপ্রবি ছাত্রলীগ নেতা মেহেদী হাসান স্বাধীন (২৪), সাইমন ইসলাম (২৫), শাবিপ্রবি ছাত্রলীগের যুগ্ম সম্পাদক সাজ্জাদ হোসেন (২৭), সহ-সভাপতি তানিম খন্দকার (২২), দেলোয়ার হোসেন (২৫), শফিউল রাব্বি (২৩), রেজাউল হক সিজার (২৪), সহ-সভাপতি ইউসুফ হোসেন টিটু (২৩), মনসুর আলম নিরব (২৩), সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেন (২৫), আর কে রাকিব হোসেন (২৪), শুভ সাহা (২০), সহ-সভাপতি আশিকুর রহমান আশিক (২২), ফারহান হোসেন চৌধুরী আরিয়ান (২২), সানি শেখ (২২), মোহাম্মেদ তারেক (২২), শাবিপ্রবি ছাত্রলীগের সহ-সভাপতি শিমুল মিয়া (২২), আয়াজ চৌধুরী (২২), সাংগঠনিক সম্পাদক অমিত সাহা (২৪), আব্দুল কাদির মোহাম্মদ রেদোয়ান (৩০), নুরুল ইসলাম (৫০), ময়নুল ইসলাম (৩০), আহমদ সাজন, হাসান আহমদ, জাহিদ সরোয়ার সবুজ (৪৫), ৩৮নং ওয়ার্ডের কাউন্সিলর হেলাল উদ্দিন (৫৫), শহীদ মুহাম্মদ অকীল অপু (৩৪), মো. শাহজাহান (৪২), মুহাম্মদ আপ্তাব হোসেন সিরাজী (৪৬), অহিদ উদ্দিন দুলাল (৪০), মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি রশিদ আহমদ (৩৮), সিলেট জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ রিপন (৪০), মুজিবুর রহমান মালদার (আমীরি) (৫০), আবু সুফিয়ান উজ্জল (৩৫), ১০নং ওয়ার্ডের কাউন্সিলর তারেক উদ্দিন তাজ, মাজহারুল ইসলাম সুমন (৪৫), শাহনুর আলম (৪০), রুহিন আহসান খান (৩৫), আমির হোসেন খান (বাবা সম্রাট) (৪৫)।

Share on facebook
Share on twitter
Share on linkedin

আরো পড়ুন

সর্বশেষ খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০