১৫৮ সদস্য বিশিষ্ট সমন্বয়ক টিম গঠন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

Share on facebook
Share on twitter
Share on linkedin

ব্রিকলেন অনলাইন-

১৫৮ সদস্য বিশিষ্ট সমন্বয়ক টিম গঠন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। চলমান বিভিন্ন কর্মসূচি ও ভবিষ্যত পরিকল্পনা বিষয়ে তারা সমন্বয় করবেন।

আজ (৩ আগস্ট) একটি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রিফাত রশিদ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নির্মমভাবে চালানো গণহত্যার বিচার, গণহত্যায় দায়ীদের পদত্যাগ এবং গ্রেফতারকৃতদের মুক্তির দাবিতে সারাদেশে আন্দোলনরত শিক্ষার্থী প্রতিনিধিদের নিয়ে ১৫৮ সদস্য বিশিষ্ট সমন্বয়ক টিম গঠন করা হলো।

এই টিমের সমন্বয়ক সদস্যরা হলেন,
১. নাহিদ ইসলাম
২. সারজিস আলম
৩. হাসনাত আব্দুল্লাহ
৪. আসিফ মাহমুদ
৫. মো. মাহিন সরকার
৬. আব্দুল কাদের
৭. আবু বাকের মজুমদার
৮. আব্দুল হান্নান মাসুদ
৯. আদনান আবির
১০. জামান মৃধা
১১. মোহাম্মদ সোহাগ মিয়া
১২. রিফাত রশিদ
১৩. হাসিব আল ইসলাম
১৪. আব্দুল্লাহ সালেহীন অয়ন
১৫. লুৎফর রহমান
১৬. আহনাফ সাঈদ খান
১৭. মোয়াজ্জেম হোসেন
১৮. ওয়াহিদুজ্জামান
১৯. তারেকুল ইসলাম (তারেক রেজা)
২০. হামজা মাহবুব
২১. রেজোয়ান রিফাত
২২. তরিকুল ইসলাম
২৩. নুসরাত তাবাসসুম (শামসুন্নাহার হল, ঢাকা বিশ্ববিদ্যালয়)
২৪. রাফিয়া রেহনুমা হৃদি (বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল, ঢাকা বিশ্ববিদ্যালয়)
২৫. মুমতাহীনা মাহজাবিন মোহনা (বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা হল, ঢাকা বিশ্ববিদ্যালয়)
২৬. আনিকা তাহসিনা (রোকেয়া হল, ঢাকা বিশ্ববিদ্যালয়)
২৭. উমামা ফাতেমা (সুফিয়া কামাল হল, ঢাকা বিশ্ববিদ্যালয়)
২৮. তাহমিদ আল মুদ্দাসসির চৌধুরী
২৯. নিশিতা জামান নিহা
৩০. মেহেদী হাসান (সোশিওলজি)
৩১. মো. আবু সাঈদ
৩২. সানজানা আফিফা অদিতি
৩৩. তানজিনা তাম্মিম হাপসা
৩৪. আলিফ হোসাইন
৩৫. কাউসার মিয়া
৩৬. সাইফুল ইসলাম
৩৭. আরিফ সোহেল (জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়)
৩৮. আব্দুর রশিদ জিতু (জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়)
৩৯. স্বর্ণা রিয়া (জগন্নাথ বিশ্ববিদ্যালয়)
৪০. রাসেল আহমেদ (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়)
৪১. আসাদুল্লাহ আল গালিব (শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়)
৪২. মো: তৌহিদ আহমেদ আশিক (শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়)
৪৩. গোলাম কিবরিয়া চৌধুরী মিশু (রাজশাহী বিশ্ববিদ্যালয়)
৪৪. নাজমুল হাসান (ঢাকা কলেজ)
৪৫. শাহিনুর সুমী (ইডেন মহিলা কলেজ)
৪৬. সিনথিয়া জাহিন আয়েশা (বদরুন্নেসা কলেজ)
৪৭. ইব্রাহীম নিরব (জাতীয় বিশ্ববিদ্যালয়)
৪৮. নাজিফা জান্নাত (ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি)
৪৯. আসাদ বিন রনি (গণ বিশ্ববিদ্যালয়)

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে টিমের সহ-সমন্বয়ক সদস্যরা হলেন,
১. সরদার নাদিম মাহমুদ শুভ
২. রাইয়ান ফেরদৌস
৩. নুরুল ইসলাম নাহিদ
৪. মিনহাজ ফাহিম
৫. রিজভি আলম
৬. ফাহিম শাহরিয়ার
৭. কুররাতুল আন কানিজ
৮. এবি যুবায়ের
৯. মো: মহিউদ্দিন
১০. নাহিদা বুশরা
১১. মেহেদী হাসান মুন্না
১২. রিদুয়ান আহমেদ
১৩. মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ
১৪. আবিদ হাসান রাফি
১৬. সাব্বির উদ্দিন রিয়ন
১৭. রাসেল মাহমুদ
১৮. আরিফুল ইসলাম
১৯. বায়েজিদ হাসান
২০. মো. শাহেদ
২১. মেহেদী হাসান
২২. দিলরুবা আক্তার পলি
২৩. ঈশী সরকার
২৪. ফাতিহা শারমিন এনি
২৫. সামিয়া আক্তার
২৬. মাইশা মালিহা
২৭. সাদিয়া হাসান লিজা
২৮. আশিকুর রহমান জিম
২৯. নাফিসা ইসলাম সাকাফি
৩০, সাবিরা উম্মে হাবিবা
৩১. সিহাব হোসেন শাহেদ
৩২. আহসান হাবিব
৩৩. ইব্রাহিম মাহমুদ

৩৪. ইসমাইল হোসেন রুদ্র
৩৫. আসিফ ইমতিয়াজ খান
৩৬. আব্দুল্লাহ আল নোমান
৩৭. সাফওয়ান হাসান তামিম
৩৮. আরমান হোসাইন
৩৯. আজিজুল হক
৪০. আরাফাত ইমন
৪১. শুভ আহমেদ
৪২. শাদমান সাকিব
৪৩. নাসিম আহমেদ
৪৪. মাহিউল ইসলাম
৪৫. আরাফাত ইমরান
৪৬. মোঃ আরমানুল ইসলাম
৪৭. মাসুম বিল্লাহ
৪৮. রিফাত রিদওয়ান
৪৯. সাঈদ আফ্রিদী
৫০. মিয়া মোহাম্মদ সোহাগ
৫১. মেহেরাজ হাসান শিশির
৫২. মোঃ হাফিজুর রহমান
৫৩. আরিফ হোসাইন
৫৪. অছিকুর রহমান জয়
৫৫. আহমেদ আল সাবাহ
৫৬. শাকিল আহাম্মেদ
৫৭. শরীফ আহমেদ
৫৮. তাহসীন আহমেদ
৫৯. খালেদ হাসান
৬০. সারজানা আক্তার লিমানা
৬১. জুবু বায়েজিদ
৬২. মাহিয়ান ফারদিন সিফাত
৬৩. মাসুদ রানা
৬৪. সাকিবুল হাসান
৬৫. বাদশা শেখ
৬৬. শাহজালাল সজল
৬৭. মুহাম্মাদ তাশফীন (হৃদুল)
৬৮. জুনায়েদ আবরার
৬৯. আবু উবাইদা আব্দুল্লাহ খন্দকার
৭০. কে. এম. জাবিদ
৭১. রিদওয়ান আহমেদ
৭২. গোলাম মওলা রাশেদ
৭৩. মোঃ জহির রায়হান
৭৪. সালমান সাদিক
৭৫. হাসিবুর ইসলাম নাসিফ
৭৬. এস. আই. শাহীন
৭৭. মতিউর রহমান পিয়াল
৭৮. নাফিউর রহমান রাকিব
৭৯. মো. আরিফ হোসাইন
৮০. আহসান হাবিব ইমরোজ
৮১. উবায়দুর রহমান হাসিব
৮২. রিনভী মোশাররফ
৮৩. খান তালাত মাহমুদ রাফি (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়)
৮৪. ফয়সাল হোসেন মাসুদ (শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়)
৮৫. জহিরুল তানভীর (খুলনা বিশ্ববিদ্যালয়)
৮৬. আবু রায়হান (কুমিল্লা বিশ্ববিদ্যালয়)
৮৭. সাকিব হোসাইন (কুমিল্লা বিশ্ববিদ্যালয়)
৮৮. জাহিদুল ইসলাম জাহিদ (নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যাল)
৮৯. মুহিদুল ইসলাম রিন্তু (নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়)
৯০. জাহিদুল ইসলাম হাসান (নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়)
৯১. শওকত ইমরান (বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়)
৯২. তানিম আহমেদ (বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়)
৯৩. মোকলেসুর রহমান সুইট (ইসলামী বিশ্ববিদ্যালয়)
৯৪. আইরিন সুলতানা আশা (ইসলামী বিশ্ববিদ্যালয়)
৯৫. এস. এম. সুইট (ইসলামী বিশ্ববিদ্যালয়)
৯৬. মুক্তার হোসেন (ঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয়, ডুয়েট)
৯৭. রুমান উদ্দিন (ঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয়, ডুয়েট)
৯৮. আব্দুল মুমিন (বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়)
৯৯. শুয়াইব বিল্লাহ (বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়)
১০০. লিটন আকন্দ (বঙ্গমাতা শেষ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়)
১০১. রিয়াদ হাসান (বঙ্গমাতা শেষ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়)
১০২. মোঃ রাকিব (ঢাকা কলেজ)
১০৩. মো: মেহেদী হাসান (কবি নজরুল সরকারি কলেজ)
১০৪. মো: সুজন মিয়া (সরকারি তিতুমীর কলেজ)
১০৫. আতিক মুন্সি (নর্দার্ন ইউনিভার্সিটি)
১০৬. সাজিদুল ইসলাম বাপ্পি (বিএল কলেজ, খুলনা)
১০৭. মিশু আলী সুহাশ (স্টেট ইউনিভার্সিটি)
১০৮. মেহেদী হাসান বাবু খান (ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি)
১০৯. তসলিম হাসান অভি (হাবিবুল্লাহ বাহার বিশ্ববিদ্যালয় কলেজ)

সারাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের সমন্বয়কদের নিয়ে সমন্বয়ক টিম বর্ধিত করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রিফাত রশিদ।

Share on facebook
Share on twitter
Share on linkedin

আরো পড়ুন

সর্বশেষ খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১