১৯৭১ এর সংগঠিত গণহত্যার জাতিসংঘের স্বীকৃতির দাবীতে মানব বন্ধন

Share on facebook
Share on twitter
Share on linkedin

ব্রিকলেন নিউজঃ

১ অক্টোবর শনিবার বিকেল চারটায়
লন্ডনের আলতাব আলী পার্কের শহীদ মিনার প্রাঙ্গণে ১৯৭১ সালে বাংলাদেশে সংঘটিত জেনোসাইডের জাতিসংঘের স্বীকৃতি চাই। এই দাবীতে ‘ আমরা একাত্তর’ যুক্তরাজ্যের উদ্যোগে এক মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা জনাব আবু মুসা হাসান এবং সভা পরিচালনা করেন আমরা একাত্তর যুক্তরাজ্যের সংগঠক সত্যব্রত দাস স্বপন।
সভায় ৩রা অক্টোবর জেনেভায় জাতিসংঘ মানবাধিকার কমিশনের সভায় ১৯৭১ সালে বাংলাদেশে সংঘটিত জেনসাইড নিয়ে আলোচনার উদ্যোগ নেবার জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করা হয় । ইতিহাসের ঘৃণ্যতম এই জেনসাইডকে জাতিসংঘের স্বীকৃতি প্রদানের জন্য জাতিসংঘের প্রতি আহবান জানানো হয় এবং বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে বসবাসকারী বাংলাদেশের নাগরিকদের ঐক্যবদ্ধভাবে এই দাবী আদায়ে সোচ্চার হবার জন্য আহবান জানানো হয়।
সভায় সূচনা বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক নীলুফা হাসান।
সভায় আলোচনায় অংশ নেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান শরীফ, কবি শামীম আজাদ, কাউন্সিলার ইমরান চৌধুরী, সত্যবাণী সম্পাদক সৈয়দ আনাস পাশা, মুক্তিযোদ্ধা শাহ্‌ এনাম, কমিউনিটি নেতা জামাল খান, নারী নেত্রী সৈয়দা সুলতানা শিখা, যুক্তরাজ্য জাসদের সভাপতি হারুনুর রশীদ, যুক্তরাজ্য ন্যাপ সভাপতি আব্দুল আজিজ, যুক্তরাজ্য ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি সৈয়দ এনামুল ইসলাম, বিশিষ্ট কমিউনিটি নেতা হবিবুর রহমান, মুক্তিযোদ্ধা আবুল কাশেম, যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, যুক্তরাজ্য আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবাদুল আহাদ চৌধুরী, যুক্তরাজ্য আওয়ামী লীগের সহ সভাপতি হরমুজ আলী, মুক্তিযোদ্ধা ফয়জুর রহমান খান, কমিউনিটি নেতা আলতাফুর রহমান, কাউন্সিলার  সৈয়দা  সায়মা  আহমেদ  ।
মানববন্ধনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক, লেখক হামিদ মোহাম্মদ, সাংবাদিক জুয়েল রাজ, বিবিসি’র সাবেক সাংবাদিক উদয় শঙ্কর দাস, বিশিষ্ট কমিউনিটি নেতা আব্দুল মান্নান, মুক্তিযোদ্ধা লোকমান হোসেন, মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মিফতা ইসলাম, সাহিত্যিক ময়নুর রহমান বাবুল, আওয়ামী লীগ নেতা মাশুক ইবনে আনিস, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাহাব আহমদ বাচ্চু, ঢাকা বিশ্ববিদ্যালয় এলমুনাই এসোসিয়েশন নেতা হামিদুল ইসলাম, সংস্কৃতি কর্মী স্মৃতি আজাদ, সাংবাদিক বুলবুল হাসানসহ অনেকেই।

Share on facebook
Share on twitter
Share on linkedin

আরো পড়ুন

সর্বশেষ খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১