বাংলাদেশে অব্যাহত শিক্ষক নির্যাতন, নিপীড়ন ও হত্যার প্রতিবাদে লন্ডনে উদীচী’র প্রতিবাদ সমাবেশ

Share on facebook
Share on twitter
Share on linkedin

বাংলাদেশে অব্যাহত শিক্ষক নির্যাতন, নিপীড়ন ও হত্যার প্রতিবাদে যুক্তরাজ্যের লন্ডন শহরে প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত ১০জুলাই রবিবার বিকাল ৬.৩০ সময়ে আলতাব আলী পার্কের শহীদ মিনারে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী যুক্তরাজ্য সংসদ ও সত্যেনসেন স্কুল অব পারফর্মিং আর্টস এর সম্মিলিত প্রয়াসে সাংস্কৃতিক সমাবেশ আয়োজন হয়।

সমাবেশে বক্তারা বলেন আপনারা আমাদের পোস্টারের স্লোগান লক্ষ্য করুন। আমরা কোন ভাষায় প্রতিবাদ করবো জানি না। ঘুম থেকে ওঠে ঘরের বাচ্চাদের ঐ শিক্ষকদের কাছে কোন লজ্জ্বায় পাঠাবো তাও জানি না। আজ এখানে প্রতিবাদ সমাবেশে যাঁরা দাড়িয়েছি সবাই কমহলেও টুকিটাকি শিখে এসেছি ঐ শিক্ষকদের হাতে। আজ সেই শিক্ষকরা নির্যাতিত,নিপীড়িত,তাঁদের ভু-সম্পত্তি দখল সাম্প্রদায়িকতার ট্রাম্প মেরে হত্যা। অবশেষে জুতার মালা। ছি! ছি! এতো লজ্জ্বা, এতো কষ্ট নিয়ে শহীদ বেদীর পাদদেশে এসে বলতে হচ্ছে !

বক্তারা আরো বললেন শিক্ষক নির্যাতন যেন থামছেই না। নারায়ণগঞ্জের শিক্ষক শ্যামল কান্তিভক্ত, মুন্সিগঞ্জের হৃদয় মন্ডল,বাগেরহাটের কৃষ্ণপদ মহলী, অশোক কুমার ঘোষাল, অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাস হতে শিক্ষক উৎপল কুমার সরকারকে তো বাঁচতেই দেওয়া হয়নি। সর্বশেষ শুক্রবার জুম্মার নামাজের পর ঢাকার উত্তরায় উদীচীর সাবেক সহসভাপতি, লেখক, নাট্যকার শিক্ষক ড. রতন সিদ্দকীর বাসায় সাম্প্রদায়িক হুজুক তুলে হামলা চালানো হয়েছে। আজ নির্যাতন নিপীড়নের শিকার থেকে বেঁচে থাকা শিক্ষকরাও ভালো নেই। তাদের অনেকের কাছেই ‘স্বাভাবিক জীবন’ এখনো অধরা। তাঁরা এখন আর প্রাণ খোলে শিক্ষাদান করতে সাহস দেখাবেন না। কাজেই সরকারের এখনই উচিত এই মুহুর্তে ধর্মপ্রাণ মানুষের কথা দেখিয়ে ধর্মীয় ধান্ধামি, ধর্মীয় চাটুকারি বন্ধ করে মৌলবাদের আস্ফালনের গলা চেপে ধরা। অন্যতায় প্রগতিশীল সমাজতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে এ অবস্থার পরিবর্তন করতে হবে, এ অবস্থা চলতে দেওয়া যায় না।

সমাবেশে বক্তারা সারা দেশে শিক্ষকদের ওপর হামলাকারীদের দ্রুত বিচারের আওয়াত আনার দাবি ও প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকরা যাহাতে বিজ্ঞান শিক্ষাকে বিজ্ঞানের মতো করে পড়াতে পারেন সেই অভয়,মনোজগতের পরিবেশ ফিরে পান সেই দাবী সরকারের কাছে জানান।

সাংস্কৃতিক সমাবেশ সভাপতিত্ব করেন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী যুক্তরাজ্য সংসদের সহ সভাপতি সেলিনা সাফী। সঞ্চালনা করেন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী যুক্তরাজ্য সংসদের সাধারণ সম্পাদক জুবায়ের আখতার সোহেল। বক্তব্য রাখেন উদীচী কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি ও যুক্তরাজ্য সংসদের কার্যকরি পরিষদের সদস্য ডাঃ রফিকুল হাসান খান জিন্নাহ,যুক্তরাজ্য ও ইউরোপ সিপিবি’র সভাপতি অ্যাডভোকেট আবেদ আলী আবিদ,কেন্দ্রীয় উদীচীর জাতীয় পরিষদ সদস্য ও সত্যেনসেন স্কুল অব পারফর্মিং এন্ড আর্টস’র সভাপতি গোপাল দাস, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী যুক্তরাজ্য সংসদের সহ সভাপতি নুরুল ইসলাম, কোষাধ্যক্ষ হেলেন ইসলাম,কার্যকরী পরিষদের সদস্য অনুপম রহমান,কার্যকরী পরিষদের সদস্য সৈয়দ জাকির হোসেন প্রমুখ।

সমগ্র প্রতিবাদ সমাবেশটি গণসংগীত ও বক্তব্য দিয়ে চলতে থাকলেও গণ সংগীত দিয়ে শুরু ও শেষ হয়েছে। উদীচীর শিল্পীরা সমবেত সংগীত দিয়ে প্রতিবাদ প্রতিরোধ পরিবেশন হলেও কেউ কেউ একক গণসংগীত দিয়েও প্রতিবাদ জানিয়েছেন। আবার কেউ কেউ বুকে, হাতে নানান স্লোগান মুখরিত পোস্টার দিয়ে প্রতিবাদ সাংস্কৃতিক সমাবেশে সংহতি প্রকাশ করেছেন। উদীচীর সদস্যবৃন্দ ছাড়া বিভিন্ন রাজনৈতিক দল,সামাজিক,সাংস্কৃতিক সংগঠন সহ অনেক উপস্থিত ছিলেন। আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী যুক্তরাজ্য সংসদের সদস্য রাজিয়া রহমান,বাবলু দে,শারমিন বিথি,মতিউর তাজ,মিথুন তালুকদার প্রমুখ ।

Share on facebook
Share on twitter
Share on linkedin

আরো পড়ুন

সর্বশেষ খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১