এনামুল হক এনাম, মিল্টন কিংস থেকে:
মিল্টন কিনস বাংলাদেশী এসোসিয়েশনের পুরস্কার বিতরণী অনুষ্টান ২০২১ সম্পন্ন হয়েছে গত ৭ নভেম্বর, রবিবার সকাল এগারোটায় স্থানীয় আতিশ রেস্টুরেন্ট প্রাঙ্গনে সংগঠনের সভাপতি আব্দুল হাই এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক কামাল মিয়া ও খাদিজা খাতুন এর যৌথ পরিচালনায় অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাকিংহামশায়ারে হাই শরীফ জর্জ আনসন বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মিল্টন কিংসের মেয়র কাউন্সিলর মুহাম্মদ দেলোয়ার খান সাবেক হাই শরীফ পিটার কারা নিউপোর্ট পেগনেল মেয়র পল ডি এনসার পুলিশ সার্জন কলিং পিকেট সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও প্রায় অর্ধশতাদিক নমিনি বিপুল সংখ্যক দর্শকদের উপস্থিতিতে মুখরিত হয়ে উঠে এওয়ার্ড প্রাঙ্গন মিল্টন কিংসে বসবাসরত বিভিন্ন সেক্টরে গুণীজন ও কৃতি শিক্ষার্থীদের এওয়ার্ড প্রদান করা হয় এর মধ্যে জিসি এসই এ লেভেল পরীক্ষায় বিশেষ কৃতিত্ব অর্জন কারী শিক্ষার্থী, খেলাধুলা সমাজ সেবা ব্যবসা বাণিজ্য চিকিৎসা আইন পেশা ও সাংবাদিকতা সহ নিজ নিজ পেশায় অসাধারণ সাফল্যের স্বাক্ষর কারী প্রায় অর্ধ শতাধিক ব্রিটিশ বাংলাদেশীকে সম্মাননা প্রদান করা হয় অনুষ্টানে আগত অতিথিরা নমিনীদের হাতে ক্রেস্ট তুলে দেন বৈশিক মহামারী করোনায় সংগঠনের কার্যক্রম কিছুটা স্থবির থাকলেও এ অনুষ্টানের মাধ্যমে সংগঠন আরো গতিশীল হয়ে উঠবে মনে করেন আয়োজকরা বিশেষ কৃতজ্ঞতায় উপদেষ্টা এলাইছ মিয়া মতিন আব্দুল মুকিত আব্দুল আহাদ ড: শামসুল হক ভাইস চেয়ারম্যন আরজু মিয়া আব্দুল কালাম ছালিক আহমেদ মাওলানা আব্দুল আজিজ সিদ্দিকী অনুষ্টানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংগঠনের সহ সাধারণ সম্পাদক মুহাম্মদ নুরুল হক মুহাম্মদ সুন্দর আলী অর্গানাইজেশন সেক্রেটারী আব্দুর রউফ শাহ আজিজুর রহমান ওয়েলফেয়ার অফিসার মকবুল আলী জালাল উদ্দিন রুমি সনুফর আলী আতাউর রহমান চৌদুরী প্রেস ও পাবলিসিটি সেক্রেটারি এনামুল হক এনাম শিপন আহমেদ প্রমুখ