প্রশ্নবিদ্ধ দেশপ্রেমিক সেনাবাহিনী !

Share on facebook
Share on twitter
Share on linkedin

অনলাইন ডেস্ক- 

বাংলাদেশের সেনা সদস্যদের ‘দেশপ্রেমিক’ বিশেষণ কোনও সরকার বা সরকারপ্রধান দেয়নি। তারা নিজেরাই নিজেদেরকে ‘দেশপ্রেমিক’ বলে আখ্যায়িত করে। স্বউদ্যোগে যখন কোনও বিশেষণ আরোপিত হয় তখন প্রশ্ন উঠতেই পারে দেশের অন্যান্য সকল শ্রেণী-পেশার মানুষ কি দেশপ্রেমিক নয়? কই, তারা তো নিজেদের পরিচিতির আগে ‘দেশপ্রেমিক’ জুড়ে দেয় না?

২০২৪ এর আগস্টে সরকার পরিবর্তনের সময় সেনাবাহিনীর ভূমিকা প্রশ্নবিদ্ধ। সেই প্রশ্নবিদ্ধ ভূমিকা যে মিথ্যা নয় তা গত এক বছরে তারা বারে বারে প্রমাণ করেছেন। সর্বশেষ সেনাপ্রধান সেনাবাহিনী নিয়ে নবগঠিত এনসিপি, এবি পার্টির নেতাদের বিষোদ্গার, হুমকি-ধামকিকে ‘বয়স কম’ বলে লেজিটিমেসি দিয়েছেন।

সেনাপ্রধানের এই পক্ষপামূলক বক্তব্য দেখে মনে হতে পারে তিনি শিক্ষার্থী ও তরুণদের সকল কর্মকাণ্ডই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখছেন। আসলে কি তাই? মোটেও নয়। গত বছর জুলাই-আগস্টের পর থেকে কেবলমাত্র ‘জয় বাংলা’ বলার অপরাধে শত শত কিশোর-তরুণদের জেলে পুরেছে ইন্টেরিম সরকার। সে সময় কারও বেলায় সেনাপ্রধান বলেননি-‘এদের বয়স কম তাই আবেগে বলে ফেলেছে, এসব কোনও অপরাধ নয়’।

গত আগস্ট থেকে এবছর জুন পর্যন্ত শুধুমাত্র ‘জয় বাংলা’ বলার অপরাধে যাদের গ্রেফতার করা হয়েছে তার ছোট্ট তালিকাঃ

▪️ বরিশালে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে আটক এক ব্যক্তি
১২ আগস্ট ২০২৫

▪️ ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মিছিল, গ্রেফতার ১১
১৮ মে, ২০২৫

▪️ বক্তব্যের শেষে ‘জয় বাংলা’ বলা সেই সিভিল সার্জনকে ওএসডি
০৩ নভেম্বর ২০২৪,

▪️ ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া মুক্তিযোদ্ধা হত্যা মামলায় গ্রেপ্তার
১২ নভেম্বর, ২০২৪

▪️ জয় বাংলা স্লোগান দেওয়ায় যুবক আটক, মোটরসাইকেলে আগুন
২৪ মার্চ ২০২৫

▪️ ‘জয় বাংলা’ স্লোগান দেয়ায় কারাগারে ১৫ কিশোর
২৫ ডিসেম্বর, ২০২৪

▪️ জবির দেয়ালে ‘জয় বাংলা’ লেখার সময় ছাত্রলীগ কর্মী আটক
২৮ ফেব্রুয়ারি ২০২৫

▪️ স্মৃতিসৌধে ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ স্লোগান, আটক ৩
২৬ মার্চ২০২৫

▪️ ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ভিডিও বানানো ১২ তরুণের নামে মামলা
২৬ জুলাই ২০২৫

▪️ ফেসবুক ভিডিওতে ‘জয় বাংলা, আমি শেখ হাসিনার লোক’ বলায় স্কুলছাত্র গ্রেফতার
১০ আগস্ট ২০২৫

গত ১০ মাসে ৩ লাখ ৫৯ হাজার ৭৯৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ২০২৪ সালের আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত পাঁচ মাসে গ্রেপ্তার হয়েছেন ১ লাখ ৪৬ হাজার ১০৯ জন। চলতি বছরের জানুয়ারি থেকে মে পর্যন্ত আরও ২ লাখ ১৩ হাজার ৬৮৯ জন নেতা-কর্মী গ্রেপ্তার হয়েছেন।

গ্রেপ্তার হওয়া অধিকাংশই নির্দোষ আওয়ামী লীগ নেতা-কর্মী। এদের অনেকের বিরুদ্ধেই কোনো মামলা নেই, যাদের বিরুদ্ধে মামলা রয়েছে, সেগুলোর বেশিরভাগই ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা মামলা।

এছাড়াও, সারাদেশে আওয়ামী লীগ নেতা-কর্মীদের উপর নেমে এসেছে দমন-পীড়ন, মিথ্যা মামলা, গ্রেপ্তার, হামলা, নির্যাতন, বাড়িঘর ভাঙচুর ও পরিবারের সদস্যদের হয়রানি।

বর্তমানে দেশে ৬৯টি কারাগারে বন্দীদের ধারণক্ষমতা ৪২ হাজার ৮৮৭ জন। বর্তমানে এসব কারাগারে বন্দী রয়েছে ৭৩ হাজার ৬ জন, যার মধ্যে পুরুষ ৭০ হাজার ৪১৭ জন এবং নারী ২ হাজার ৫৮৯ জন। স্বভাবতই ওভারলোডেড কারাগারগুলো মনুষ্য ধারণে অনুপোযুক্ত।

এ বেলায় জনাব ওয়াকার-উজ-জামানের কোনও বক্তব্য নেই। ফেসবুক ভিডিওতে ‘জয় বাংলা, আমি শেখ হাসিনার লোক’ বলায় গ্রেফতার হওয়া স্কুলছাত্রটির বয়স মাত্র পনের-ষোল বছর। এই কিশোরটিও সেনাপ্রধানের বিবেচনায় “কম বয়স” হওয়ায় ‘সন্তানের বয়সী’ হতে পারেনি।

‘সেনানিবাস ভেঙে গুড়িয়ে দেওয়া হবে। সেনানিবাসের এক একটা ইট খুলে নেওয়া হবে, সেনাপ্রধানকে ঘাড় ধরে বের করে দেওয়া হবে’ প্রকাশ্যে এমন ঘোষণার প্রতিক্রিয়া জানালেন অনেকদিন পরে। আর সেই প্রতিক্রিয়ায় সেনাপ্রধান বললেন-“যারা এসব করেছে, তাদের বয়স কম। তারা আমাদের সন্তানের বয়সী। তারা বড় হলে নিজেদের ভুল বুঝতে পারবে। তখন নিজেরাই লজ্জিত হবে।’

তিনি এমন মাখনের মত মোলায়েম শব্দে যাদের উন্মত্ততাকে জায়েজ করলেন, তিনি যে ‘তাদের লোক’ এ বিষয়ে সাধারণ জনগণের মনে আগে দ্বিধা থাকলেও এখন আর দ্বিধা নেই। এই সেনাপ্রধানই ২০২৪-এর ৫ আগস্ট জাতির দায়িত্ব কাঁধে তুলে নিয়ে জাতিকে আশ্বস্ত হতে বলেছিলেন। যে বাহিনী প্রধান নিজেদের সম্মান রক্ষায় দায়িত্ব নিতে পারেন না, তিনি কীভাবে জাতির দায়িত্ব নেবেন? জাতিকে কী দেবেন?

 

Share on facebook
Share on twitter
Share on linkedin

আরো পড়ুন

সর্বশেষ খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১