বিজ্ঞপ্তি:
প্রবাসী বাংলাদেশীরা ২৫ আগস্ট ২০২৫, সোমবার সকাল ১০ টায় ‘নোবেল পিস সেন্টার’ এর নির্বাহী পরিচালক এর নিকট স্মারকলিপি প্রদান করা করে।
একই দিন সকাল ১০:৩০টায় ‘নরওয়েজিয়ান নোবেল ইনস্টিটিউট’ এ নোবেল কমিটির চেয়ারম্যান ও পরিচালকের নিকট আলাদা আলাদাভাবে স্মারকলিপি প্রদান করেন তাঁরা। অর্থাৎ তিন জায়গায় স্মারকলিপি প্রদান করা হয়।

# বাংলাদেশে ষড়যন্ত্র ও হত্যা-সন্ত্রাস করে রাষ্ট্র ক্ষমতায় চেপে বসা শান্তি ও মানবতার দুশমন ড. মুহাম্মদ ইউনূস তার জঙ্গি-সন্ত্রাসী বাহিনীকে দিয়ে দেশে যে সংখ্যালঘুদের, আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের হত্যা এবং তাঁদের বাড়ি-ঘর, ব্যবসা প্রতিষ্ঠান লুট, দখল, অগ্নিসংযোগ, নারীদের ধর্ষণ, মন্দির ভাঙচুর, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুর ও তাঁর ধানমন্ডির ৩২ নম্বরের ঐতিহাসিক বাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়াসহ মানবতাবিরোধী যেসব অপরাধ করেছে এবং করে চলছে, তার তথ্য প্রমাণ স্মারকলিপির সঙ্গে যুক্ত করা হয়।
# প্রবাসী বাংলাদেশিদের পক্ষে স্মারকলিপিটি হস্তান্তর করেন, সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি, অস্ট্রিয়া প্রবাসী মানবাধিকারকর্মী, লেখক, সাংবাদিক এম. নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মজিবুর রহমান, নরওয়ে আওয়ামী লীগের সভাপতি মো: মোস্তাফিজুর রহমান খান, সাধারণ সম্পাদক মফিজুর রহমান, বেলজিয়াম আওয়ামী লীগের সভাপতি শহীদুল হক, অস্ট্রিয়া আওয়ামী লীগের সভাপতি খন্দকার হাফিজুর রহমান নাসিম, সুইজারল্যান্ড আওয়ামী লীগের সভাপতি জমাদার নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক শ্যামল খান, ইতালি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, ডেনমার্ক আওয়ামী লীগের সভাপতি মিজানূর রহমান মজুমদার খোকন, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, ফিনল্যান্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম, সুইডেন আওয়ামী লীগের সভাপতি খালেদ চৌধুরী, সুইডেন আওয়ামী লীগ নেতা ড. হুমায়ন কবির, স্পেন আওয়ামী লীগের সহ-সভাপতি দুলাল সাফা, পোল্যান্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নান্নু মিয়া, নরওয়ে আওয়ামী লীগের তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক সাইফ শামস প্রমূখ।