জাতির পিতার ৫০তম মৃত্যুবার্ষিকীতে মোমবাতি প্রজ্বলন ও নীরবতা পালন

Share on facebook
Share on twitter
Share on linkedin

বিজ্ঞপ্তি:

শুক্রবার ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে লন্ডনের আলতাব আলী পার্কে রাত ৮টা ৩০ মিনিটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের ৫০তম মৃত্যুবার্ষিকী স্মরণে মোমবাতি প্রজ্বলন ও নীরবতা পালন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের আয়োজন করেন দৈনিক সংগ্রাম প্রতিদিন পত্রিকার যুক্তরাজ্য প্রতিনিধি ,ভয়েজ ফর হিউম্যান রাইটস (VHR) এবং বাংলাদেশ প্রেস ক্লাব ইউকের সদস্য ছামিয়া আক্তার সুরভী।
এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ভয়েজ ফর হিউম্যান রাইটস-এর মাইনরিটি সেক্রেটারি শাহিদা আক্তার রিভা, হাবিবা আক্তার,নাদিয়া আফরিন, উম্মে জান্নাত ফেরদৌস, সাবিনা বেগম, নাদিয়া আক্তার,রুবেল মিয়া ,শোহাদা বেগমসহ যুক্তরাজ্যের বিভিন্ন সংগঠনের সঙ্গে যুক্ত আরও অনেকে।গভীর শোক ও শ্রদ্ধার সঙ্গে দিবসটি পালন করেন ,বাংলাদেশে যারা এই দিবস পালন করতে গিয়ে নির্যাতনের শিকার হয়েছেন তাদের উপর নির্যাতনের তীব্র নিন্দা এবং ধানমন্ডি ৩২ পুনর্নির্মাণের আকাঙ্ক্ষা প্রকাশ করেন।একাত্তর, বঙ্গবন্ধু ও জয় বাংলা এই তিনটি বিষয়ে বাঙালি কোন ছাড় দেবেনা, কোন আপোষ নয়।একাত্তরের মহান মুক্তিযুদ্ধই বাংলাদেশ সৃষ্টি করেছে, সেটি অস্বীকার করা মানে বাংলাদেশকে অস্বীকার করা। বঙ্গবন্ধু,জয় বাংলা মুক্তিযুদ্ধে আমাদের সাহস ও শক্তির উৎস। আর বঙ্গবন্ধু না থাকলেতো বাংলাদেশই থাকেনা। সুতরাং এই তিনটি বিষয়ে কোন আপোষ নেই।

Share on facebook
Share on twitter
Share on linkedin

আরো পড়ুন

সর্বশেষ খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১